একাধিক রেকর্ডের লজ্জায় ডুবে অবশেষে ব্যাটিংয়ে বাংলাদেশে
একাধিক রেকর্ডের লজ্জায় ডুবে অবশেষে ব্যাটিংয়ে বাংলাদেশে
একাধিক রেকর্ডের লজ্জায় ডুবে অবশেষে ব্যাটিংয়ে বাংলাদেশে
২০০৮ সালে চট্টগ্রামের এই মাঠেই ৫৮৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা দল। এটিই বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রোটিয়াদের সর্বোচ্চ রানের ইনিংস। ১৬ বছর পর এই রেকর্ড মুছে নতুন ইতিহাস লেখার সহজ সুযোগ ছিল। তবে উইয়ান মুল্ডার যখন সেঞ্চুরি পূর্ণ করেন তখন দক্ষিণ আফ্রিকার রান ৫৭৫ ড্রেসিংরুম থেকে আসে ইনিংস ঘোষণার বার্তা।
চট্টগ্রাম টেস্ট অবশেষে নিজেদের প্রথম ইনিংস শেষ করল দক্ষিণ আফ্রিকা। ১৪৪.২ ওভারের ইনিংসে ৬ উইকেটে সংগ্রহ করেছে ৫৭৫। এশিয়ার মাঠে সাদা পোশাকে যা দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। আর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। দ্বিতীয় দিনের চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে ইনিংস ঘোষণার আগে ৯.২ ওভারেই ৫০ রান করে ফেলে মুল্ডার-মুথুস্যামি। সেঞ্চুরি হাঁকিয়ে ১০৫ রানে অপরাজিত থাকেন উইয়ান মুল্ডার। তাকে সঙ্গ দেওয়া সেনুরান মুথুস্যামির ব্যাট থেকে আসে ৭৫ বলে ৭০।
প্রথম দিন সকাল বেলা ৬৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পার্টনারশিপ থেকে আসে ২০১ রান। সেঞ্চুরি হাঁকিয়ে স্টাবস ফিরে গেলে ডেভিড বেডিংহামকে নিয়ে আরও ১১৬ রানের জুটিতে অবদান রাখেন ডি জর্জি। এই ছিল গতকালের পুরো দিনের গল্প। আজ উইয়ান মুল্ডার আর সেনুরান মুথুস্যামি মিলে বাংলাদেশের বোলারদের ফের চোখ রাঙানি দেন। তাদের জুটিতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় ১৫৪। ৭ম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ। ১৯৯৭ সালের পর উপমহাদেশে এই প্রথম এক ইনিংসে মোট ৩টি শতরান ছাড়ানো জুটি দেখা গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে।
নিজের ৪র্থ টেস্ট খেলতে নামা সেনুরান মুথুস্যামি পেয়েছেন প্রথম পঞ্চাশের দেখা। নাহিদ রানাকে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৬২ বলেই ফিফটি পূর্ণ করেন মুথুস্যামি। এতো সব রেকর্ডের ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নামে লেখা হয়েছে আরও এক অর্জন। ২০০০ সালের পর এই প্রথম উপমহাদেশে এক ইনিংসে পাঁচ জন প্রোটিয়া ব্যাটার ৫০-এর বেশি রান করেছেন।
এই প্রথম টেস্টের এক ইনিংসে ১৭ ছক্কা হাঁকিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। আগের সর্বোচ্চ ছিল ১৫টি, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।