Image

বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ

শেরফানে রাদারফোর্ডের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে এগিয়ে নিয়ে গেছে। ২৯৪ রানের সংগ্রহ পেয়েও বাংলাদেশ দেখেছে ৫ উইকেটের হার। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে ১১-ওয়ানডে হারের ধারা শেষ করেছে। রাদারফোর্ড সেঞ্চুরি পেলেও আক্ষেপ নিয়ে ফিরতে হয় অধিনায়ক শাই হোপকে। 

শেরফানে রাদারফোর্ডের ৮০ বলে ১১৩ রানের হার-না-মানা ইনিংসের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টানা ১১ ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেল ক্যারিবীয়রা। ক্যাপ্টেন শাই হোপের ৮৬ রানও দলের জয়ের পথ সহজ করে দেয়। 

৩০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান করার পর ওয়েস্ট ইন্ডিজের হারের শঙ্কা জাগে। ১২০ বলে ১৬৫ রানের প্রয়োজন ছিল। রাদারফোর্ড অবশ্য ধীর গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফিফটি ছুঁয়ে রানের চাকায় গতি বাড়ান। 

২৯৫ রানের টার্গেট টপকাতে নেমে তানজিম হাসান সাকিব ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে এনে দেন উইকেট উদযাপনের মুহূর্ত। এভিন লুইসও নাহিদ রানার পেস সামলাতে ব্যর্থ হন, ডেলিভারি আঘাত করে তার প্যাডে। আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল উঁচিয়ে আউট দিলে ১৬ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান লুইস। 

দলীয় ২৭ রানে দুই ওপেনারকে হারানো উইন্ডিজ এরপর ঘুরে দাঁড়ায় কেসি কার্টি ও অধিনায়ক শাই হোপের ব্যাটে। এই তৃতীয় উইকেট জুটিতে রান আসে ৬৭। রিশাদ হোসেন ইনিংসের ২২তম ওভারে ২১ রানে থাকা কার্টিকে ফিরিয়ে ভাঙেন জুটি। এরপর শাই হোপের সঙ্গী হন শেরফানে রাদারফোর্ড। 

৬০ বলে পঞ্চাশ পূর্ণ করেন হোপ। রাদারফোর্ড ফিফটি ছুঁয়েছেন ৪৭ বলে। দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন হোপ। তবে বাংলাদেশ ক্যাপ্টেন তাকে বিদায় করে দেন ব্যক্তিগত ৮৬ রানে রেখে। হোপের বিদায়ে ভাঙে রাদারফোর্ডের সঙ্গে গড়া ৯৯ রানের জুটি। 

এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে জয়ের বাকি পথ এগিয়ে যান শেরফানে। ৪৭ বলে পঞ্চাশ করলেও সেঞ্চুরি পর্যন্ত যেতে লাগে তার আর কেবল ৩০ বল। ৭৭ বলে সেঞ্চুরি হাঁকানো রাদারফোর্ড দলের জয় নিশ্চিত হওয়ার আগেই আউট হন। ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ফিরে যান প্যাভিলিয়নে। তার এই ইনিংস সাজানো ছিল ৭ চার ও ৮ ছক্কায়। 

আরেক প্রান্তে সচল থাকা জাস্টিন গ্রিভস ৩১ বলে ৪১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three