Image

সাকিব আল হাসান এখন কেবলই একজন ব্যাটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব আল হাসান এখন কেবলই একজন ব্যাটার

সাকিব আল হাসান এখন কেবলই একজন ব্যাটার

সাকিব আল হাসান এখন কেবলই একজন ব্যাটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতায় বোলিং করার জন্য স্থগিতাদেশ পেয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। 

এই স্থগিতাদেশ যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত পরীক্ষাগারে সাকিবের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়নের ফলস্বরূপ কার্যকর হয়েছে।

আইসিসি-র বেআইনি বোলিং অ্যাকশনের নিয়মাবলীর ধারা ১১.৩ অনুযায়ী, যদি একটি জাতীয় ক্রিকেট সংস্থা কোনো খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে স্থগিত করে, তবে এই স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট সংস্থাগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়। 

এই নিয়ম আনুষ্ঠানিক নোটিশ প্রাপ্তির সাথে সাথে কার্যকর হয় এবং এর জন্য অতিরিক্ত কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না।

বিসিবি আরও জানিয়েছে যে, আইসিসি-র ধারা ১১.৪ অনুযায়ী, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনঃমূল্যায়নের জন্য অংশগ্রহণ করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলাফল তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ করে, তবে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট এবং জাতীয় ক্রিকেট সংস্থাগুলোর অধীনস্থ ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করার অনুমতি পাবেন।

যদিও সাকিব বর্তমানে বোলিং করতে পারছেন না, তিনি সব ধরণের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলার যোগ্য রয়েছেন। বিসিবি জানিয়েছে যে, সাকিব শিগগিরই অনুমোদিত পরীক্ষাগারে তার বোলিং অ্যাকশন পুনঃমূল্যায়নের জন্য অংশ নেবেন।

বিসিবি এ প্রক্রিয়া চলাকালীন ইসিবি, আইসিসি এবং খেলোয়াড়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এই বিষয়ে বিসিবি এই মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three