আইপিএল মেগা নিলামে অবিক্রিত বাংলাদেশের ১২ ক্রিকেটার
আইপিএল মেগা নিলামে অবিক্রিত বাংলাদেশের ১২ ক্রিকেটার
আইপিএল মেগা নিলামে অবিক্রিত বাংলাদেশের ১২ ক্রিকেটার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম থেকে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় আজ দ্বিতীয় দিনে মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। প্রথমবারের মতো আইপিএল নিলামে যাওয়া টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনও থেকে যান অবিক্রিত। এছাড়া আর কারও নাম উঠানো হয়নি।
দুই দিনব্যাপী ২০২৫ আইপিএল মেগা নিলামের দিকে চোখ ক্রিকেটপ্রেমীদের। নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। আজ প্রথম সেশনের পর অ্যাক্সিলারেটেড অকশন অর্থাৎ দ্রুততর নিলাম পর্বের জন্য ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ১৪৩ জন ক্রিকেটারের নাম জমা দেয়। এ তালিকা থেকে মুস্তাফিজের নাম নিলামে তোলা হলে কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে থাকা ৮১ ক্রিকেটারের মধ্যে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও।
দ্য ফিজকে দলে পেতে এবারের মেগা নিলামে বিড করেনি কেউ। মুস্তাফিজের পর নাম তোলা হয় লেগ স্পিনার রিশাদ হোসেনের। ৭৫ লাখ ভারতীয় রুপির বেস প্রাইজে থাকা রিশাদকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে ডাকা হলেও তারা দল পাননি। এরপর আর কারও নামই উঠেনি। দীর্ঘদিন আইপিএল খেলা সাকিব আল হাসান, এমনকি লিটন দাসেরও নাম উঠেনি।
অন্য ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ।
আইপিএল ২০২৫ এর নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি-
১. মুস্তাফিজুর রহমান- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি
২. রিশাদ হোসেন- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৩. লিটন দাস- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৪. তাওহীদ হৃদয়- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৫. তাসকিন আহমেদ- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৬. সাকিব আল হাসান- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৮. শরিফুল ইসলাম- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৯. তানজিম হাসান সাকিব- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১০. মেহেদী হাসান- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১১. হাসান মাহমুদ- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১২. নাহিদ রানা- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।