রিয়াদকে টপকে সবার উপরে মুমিনুল হক
রিয়াদকে টপকে সবার উপরে মুমিনুল হক
রিয়াদকে টপকে সবার উপরে মুমিনুল হক
ক্যাচ নিতে নিতে মুমিনুল হকের রেকর্ড। উইকেটকিপার না হয়েও টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটার এখন মুমিনুল। ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। আগেই পেছনে ফেলেন মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও সাকিব আল হাসানকে।
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় ইনিংসের ১৮তম ওভারে, তাইজুল ইসলামকে এগিয়ে খেলতে গিয়ে ক্যাচ হন মার্করাম। ৩৩ রানে থাকে প্রোটিয়া অধিনায়কের সহজ ক্যাচ মিড অনে দাঁড়িয়ে লুফে নিয়ে মুমিনুল হক নিজের নামে লিখলেন নতুন এক রেকর্ড।
উইকেটরক্ষক না হয়েও সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া বাংলাদেশি ক্রিকেটার এখন মুমিনুল হক। টপকে গেলেন ৫০ টেস্টের ক্যারিয়ারে ৩৯ ক্যাচ নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে। এখন অব্দি মুমিনুলের নেওয়া ক্যাচ সংখ্যা ৪০। তালিকার তিনে থাকা মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৮ ক্যাচ।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস তার টেস্ট ক্যারিয়ারে ফিল্ডার হিসেবে নিয়েছেন মোট ৩৫ ক্যাচ। সেরা পাঁচে থাকা সাকিব আল হাসানের ক্যাচ সংখ্যা ২৯।
টেস্টে নন-উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ (বাংলাদেশ)-
৪০* - মুমিনুল হক
৩৯ - মাহমুদউল্লাহ রিয়াদ
৩৮ - মেহেদী হাসান মিরাজ
৩৫ - ইমরুল কায়েস
২৯ - সাকিব আল হাসান।