Image

মুমিনুল, লিটনের ব্যাটে স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুমিনুল, লিটনের ব্যাটে স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

মুমিনুল, লিটনের ব্যাটে স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

মুমিনুল, লিটনের ব্যাটে স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

অ্যান্টিগায় আগের দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনার নেন বিদায়, ৪১০ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ প্রথম সেশনে কেবল শাহাদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ, ২৫ ওভারের সেশনে রান যোগ হয় ৬৫। তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ স্বস্তি খোঁজে পেয়েছে মুমিনুল-লিটন জুটিতে। 

তৃতীয় দিনের মধ‍্যাহ্ন-বিরতির সময় বাংলাদেশের রান ৪৫ ওভারে ৩ উইকেটে ১০৫। মুমিনুল হক ৩৮, লিটন দাস ২১ রানে ব‍্যাট করছেন। এই জুটিতে এখন অবদি এসেছে ৩৯ রান। 

১৮ রানে থাকা শাহাদাত হোসেন দিপুকে ফিরিয়ে কেমার রোচ গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলেও প্রথম সেশনের বাকি সময় উইন্ডিজের জন‍্য ছিল হতাশার। অভিজ্ঞ মুমিনুল হক ও লিটন দাসের জুটিতে একশো রান পেরিয়ে গেছে বাংলাদেশ। আরও ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে বাকি ৭ উইকেট। 

১৯ রানের জুটি নিয়ে আজ দিনের খেলা শুরু করেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। তবে ১৯ থেকে এদিন তারা একসাথে যেতে পারেন ৪৫ পর্যন্ত। রোচের ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিপু বিদায় নিলে ভাঙে জুটি। ৬৬ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বস্তি পায় মুমিনুল-লিটনের ব্যাটে। 
 
এর আগে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিয়ানরা। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সেই পুরানো ব্যাটিং ব্যর্থতা। পাহাড়সম রানের জবাব দিতে নেমে স্কোরবোর্ডে ২১ রান উঠতেই নেই দুই ওপেনারের উইকেট। এরপর মুমিনুল–শাহাদাত এগিয়ে নিয়ে যান দলের সংগ্রহ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three