কক্সের বদলি হয়ে ইংল্যান্ড দলে ওলি রবিনসন
- 1
‘বাংলাদেশ তো চ্যাম্পিয়ন’ ভুল জানতেন আফগান কোচ
- 2
পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন, তুলনায় টেনে আনলেন বাংলাদেশকে
- 3
রাজনৈতিক সংবেদনশীলতায় সংহতি, হ্যান্ডশেক না করা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া ভারতীয় অধিনায়ক ও পাকিস্তান কোচের
- 4
ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার
- 5
এশিয়া কাপে ওমানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাপুটে জয়

কক্সের বদলি হয়ে ইংল্যান্ড দলে ওলি রবিনসন
কক্সের বদলি হয়ে ইংল্যান্ড দলে ওলি রবিনসন
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ ক্রিকেটার জর্ডান কক্স। জর্ডান কক্সের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন অলি রবিনসন। নেট সেশনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ায় ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজ খেলা থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে শুরু হতে হওয়া টেস্টের জন্য কুইন্সটাউনে প্রস্তুতি নেয়ার সময় রবিবার সকালে আঘাত পান ডর্জান কক্স। তারপরে স্ক্যানের জন্য কক্সকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান শেষে ক্ষতির পরিমান বেশী হওয়ায় সিরিজ থেকেই ছিটকে যান কক্স।
ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ তার প্রথম সন্তানের জন্মের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন। তার জায়গায় ২৪ বছর বয়সী জর্ডান কক্সের টেস্ট ফরম্যাটে অভিষেক হওয়ার সম্ভবনা ছিলো প্রবল। গত দুই মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া কক্সকে টেস্ট ফরম্যাটে খেলতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
মজার ব্যাপার হলো জেমি স্মিথের জায়গায় অলি পোপের খেলার বিষয়ে প্রথম থেকেই বিতর্ক ছিলো। অলি পোপের নয়টি প্রথম-শ্রেণীর শতরান রয়েছে। তার গড় ৫৩ এবং স্টাম্পের পিছনে ডিসমিসাল করেছেন মোট ৯২ টি। এ একারণে এই জায়গায় খেলাট যোগ্য দাবিদার ছিলেন তিনি।
৬ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টির জন্যেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন অলি রবিনসন। সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর থেকে হ্যামিল্টন ।