আফগান নারী ক্রিকেটারদের অর্থায়ন করবে বিসিসিআই, ইসিবি, সিএ

আফগান নারী ক্রিকেটারদের অর্থায়ন করবে বিসিসিআই, ইসিবি, সিএ
আফগান নারী ক্রিকেটারদের অর্থায়ন করবে বিসিসিআই, ইসিবি, সিএ
নির্বাসনে থাকা আফগান নারী ক্রিকেটারদের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে ভারত (বিসিসিআই), ইংল্যান্ড (ইসিবি) এবং অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই অর্থ কোনোভাবেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বাৎসরিক বরাদ্দ থেকে নেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, "এই সহায়তা একটি পৃথক তহবিলের মাধ্যমে পরিচালিত হবে এবং এসিবি তাদের বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থই পাবে।"
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসিবি-ই একমাত্র পূর্ণ সদস্য যারা নারীদের কোনো জাতীয় দল গঠন করতে পারেনি।
গত সপ্তাহে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে আইসিসি এই সিদ্ধান্ত নেয়। তবে এটি কোনো জাতীয় দলের স্বীকৃতি দিচ্ছে না বা নারীদের দল গঠনের পথ প্রশস্ত করছে না। বরং, আফগান নারীদের খেলার সুযোগ ও শিক্ষা-সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।
এই কর্মসূচিতে শুধু অস্ট্রেলিয়ায় থাকা ১৯ জন নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবেক আফগান নারী ক্রিকেটাররাও অন্তর্ভুক্ত হবেন। তাদের নাম আইসিসিকে সরবরাহ করবে ‘পিচ আওয়ার ফিউচার’ নামের একটি সংগঠন, যারা ইতিমধ্যেই একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে মেলবোর্নে।
দ্রুতই একটি টাস্ক ফোর্স গঠন করে প্রশিক্ষণ শিবির ও প্রদর্শনী ম্যাচের সময়সূচি নির্ধারণ করবে আইসিসি। এছাড়া ২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার মতো নানা কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে এই উদ্যোগে।
উল্লেখ্য, বিসিসিআই একাই আইসিসির বার্ষিক আয়ের ৩৮.৫ শতাংশের অধিক উপার্জন করে, আর তিন বোর্ড মিলিয়ে ৫১ শতাংশের বেশি।