৩ ফিফটিতে বাংলাদেশের রান তিনশর কাছে
- 1
বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৪ ক্রিকেটার
- 2
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 3
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 4
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের
- 5
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

৩ ফিফটিতে বাংলাদেশের রান তিনশর কাছে
৩ ফিফটিতে বাংলাদেশের রান তিনশর কাছে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু। সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ২৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পর মাহমুদউল্লাহ রিয়াদও পেয়েছেন পঞ্চাশের দেখা। ফিনিশিংয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আলো ছড়ান জাকের আলি অনিক।
৩ ফিফটিতে চড়ে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৯৪। দারুণ ফিনিশিংয়ে দলকে চ্যালেঞ্জিং রান এনে দেওয়ার কাজটা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস জেতা বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিদ্ধান্ত জানান আগে ব্যাট করার। দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান।
দারুণ ছন্দে থাকা সৌম্য ব্যক্তিগত ১৯ রানে দুর্ভাগ্যজনকভাবে উইকেটের পেছনে ক্যাচ হন। এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। দ্রুত দুই উইকেট হারালেও বাংলাদেশ স্বস্তি পায় অধিনায়ক মিরাজ ও আরেক ওপেনার তানজিদ তামিমের ব্যাটে।
ব্যক্তিগত ১ ও ৩১ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ জীবন পান এক কেসি কার্টির হাতে। দুইবারের চেষ্টায় একবারও ক্যাচ হাতে জমাতে পারেননি কার্টি। বারবার উইকেট বাঁচানোর সুযোগ পেয়ে ফিফটি হাঁকাতে আর ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক।
দাপুটে ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে তানজিদ হাসান তামিম অবশ্য এরপর বিদায় নিয়েছেন দ্রুত। ৬০ বলে ৬০ রানের ইনিংস সাজানো ৩ ছয় ও ৬ চারে। এরপর মিরাজের সঙ্গী হন আফিফ হোসেন ধ্রুব। প্রত্যাবর্তনের ম্যাচে ২৮ রান আসে আফিফের ব্যাট থেকে।
ফিফটি হাঁকানো মিরাজই খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। শেষ ওভারে ব্যক্তিগত ৪৮ রানে জাকের আউট হলেও ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।