Image

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেফতার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেফতার

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেফতার

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেফতার

দুর্নী'তির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার লোনওয়াবো সতসোবে, থামি সোলেকিলে এবং ইথি এমভালতিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ৩ ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির কার্যকলাপ প্রতিরোধ আইন ২০০৪ এর ধারা ১৫ এর অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

লোনওয়াবো সতসোবে, থামি সোলেকিলে এবং ইথি এমভালতির বিরুদ্ধে যেই অভিযোগ গুলো আনা হয়েছে তা ম্যাচ ফিক্সিং বা দুর্নী'তির সাথে সম্পর্কিত। অভিযোগ গুলো ২০১৫-১৬ সালে রাম স্ল্যাম চ্যালেঞ্জকে ঘিরে ম্যাচ-ফিক্সিং কাহিনীর সাথে জড়িত। 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় ম্যাচ ফিক্সিং করার প্রচেষ্টায় জড়িত থাকার জন্য ২০১৬  এবং ২০১৭ সালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কর্তৃক নিষিদ্ধ হওয়া সাতজনের মধ্যে এই তিনজন খেলোয়াড় রয়েছেন। 

৭ জনের মধ্যে গুলাম বদি ইতোমধ্যে কারাগারে থেকে শাস্তি ভোগ করেছেন। জিন সাইমস এবং পুমি মাতশিকওয়ে ২০২১ ও ২০১২ সালে অপরাধ স্বীকার করায় শাস্তি স্থগিত করা হয়েছে। অন্যদিকে, সতসবে, সোলেকিল ও এমভালাতির নিষেধাজ্ঞার সাজা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা আছে। সপ্তম খেলোয়াড় আলভিরো পিটারসেনের ব্যাপারে কিছু জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে এই ৩ ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, "দুর্'নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুন্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three