Image

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে চমক, সহ–অধিনায়ক ব্রুক

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 9 মিনিট আগে
ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে চমক, সহ–অধিনায়ক ব্রুক

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে চমক, সহ–অধিনায়ক ব্রুক

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে চমক, সহ–অধিনায়ক ব্রুক

লাল বলে অ্যাশেজ মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট লড়াই, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। সেই মহারণের আগে ঘোষণা করা হলো ইংল্যান্ডের ১৬ সদস্যের দল।

ইনজুরির ধাক্কা সামলেও ইংল্যান্ড এখনো ভরসা রেখেছে বেন স্টোকসের ওপর। কাঁধের চোটে ভুগলেও তাকে অধিনায়ক রেখেছে নির্বাচকরা। পুরো দলকে নেতৃত্ব দেবেন তিনি।

সবচেয়ে বড় চমক হ্যারি ব্রুক। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার এবার এসেছে নেতৃত্বের আসনে। স্টোকসের সহ–অধিনায়ক করা হয়েছে তাকে। শুধু তাই নয়, আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজেও ব্রুক থাকছেন অধিনায়ক হিসেবে। আয়ারল্যান্ড সফরের পর এবার বড় মঞ্চে তার নেতৃত্বগুণ যাচাই হবে।

অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকসকে পাচ্ছে না ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ওভালে কাঁধে চোট পেলেও সাহসী ইনিংস খেলেছিলেন তিনি। তবে পুনর্বাসন সম্পূর্ণ না হওয়ায় অ্যাশেজ থেকে ছিটকে গেছেন। অভিজ্ঞতার দিক থেকে এটি ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি।

ফাস্ট বোলিং বিভাগে ফিরেছেন জোফরা আর্চার, যিনি ইনজুরি কাটিয়ে ভারতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তার সঙ্গে থাকছেন মার্ক উড, ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, জশ টঙ্গ ও নতুন ডাক পাওয়া ম্যাথিউ পটস। স্পিন আক্রমণে আছেন শোয়াইব বাশির। তাকে সহায়তা করবেন অলরাউন্ডার উইল জ্যাকস, জ্যাকব বেথেল এবং অভিজ্ঞ জো রুট।

বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ–অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়াইব বাশির, জ্যাকব বেটেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টঙ্গ, মার্ক উড।

নিউজিল্যান্ড সফর শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পার্থে একত্র হবে ইংল্যান্ড দল। সিরিজ শুরু হবে ২১ নভেম্বর, অপ্টাস স্টেডিয়ামে। এরপর ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ঘুরে জানুয়ারির শুরুতে সিডনিতে গিয়ে শেষ হবে টেস্ট ক্রিকেটের এই ঐতিহাসিক লড়াই।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three