Image

"মুস্তাফিজ ইজ এ চ্যাম্পিয়ন" বাংলাদেশ নিয়ে সতর্ক ভারতের সহকারী কোচ

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 38 সেকেন্ড আগে
"মুস্তাফিজ ইজ এ চ্যাম্পিয়ন" বাংলাদেশ নিয়ে সতর্ক ভারতের সহকারী কোচ

"মুস্তাফিজ ইজ এ চ্যাম্পিয়ন" বাংলাদেশ নিয়ে সতর্ক ভারতের সহকারী কোচ

"মুস্তাফিজ ইজ এ চ্যাম্পিয়ন" বাংলাদেশ নিয়ে সতর্ক ভারতের সহকারী কোচ

আগামীকাল এশিয়া কাপের সুপার ফোর নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ফাইনালে ওঠাত লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। তবে ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে সতর্কতার সুর শোনা গেল ভারত শিবিরে। দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন মঙ্গলবার প্রেস কনফারেন্সে ভারতীয় সহকারী কোচ ডেসকাটে বলেন, “মুস্তাফিজ এক্সেপশনাল বোলার। মুস্তাফিজ ইজ এ চ্যাম্পিয়ন। তাকে আমরা হাইলি রেট করি। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে ভালো করাটা সহজ নয়, কিন্তু সে সেটাই করে দেখিয়েছে। শুধু জাতীয় দলে নয়, আইপিএলেও দারুণ পারফর্ম করেছে। সে অসাধারণ এক বোলার।”

শুধু মুস্তাফিজ নয়, বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিকেও কুর্নিশ জানিয়েছেন ভারতের এই সহকারী কোচ। তার চোখে বাংলাদেশ একটি উঠতি দল। 

এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ একটা রাইজিং দল। তারা নতুন টি-টোয়েন্টি স্টাইলে মানিয়ে নিচ্ছে। তাদের দলে বেশ কিছু অ্যাটাকিং প্লেয়ার আছে। প্রতিপক্ষ হিসেবে আমরা তাদের সম্মান করি।”

এমন সতর্কবার্তার মধ্যেও ভারতের লক্ষ্য স্পষ্ট, জয়ের জন্য সেরা দল নামানো। ডেসকাটে জানিয়েছেন,
“বাংলাদেশের বিপক্ষে আমরা আমাদের সেরা দলটাই নামাবো আগামীকাল।”

ভারতের সহকারী কোচের এমন মন্তব্য নিঃসন্দেহে নতুন প্রেরণা জোগাবে টাইগার শিবিরে। বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে প্রতিপক্ষের সতর্কবার্তা প্রমাণ করে, বাংলাদেশ এখন আর অবহেলার দল নয়। সুপার ফোরে এই ম্যাচটি তাই দুই দলের জন্যই হতে যাচ্ছে সমান গুরুত্বপূর্ণ, যেখানে জয় মানেই এক প্রকার ফাইনাল নিশ্চিত।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three