Image

সোহান-সাইফকে পূর্ণ সমর্থন দিবে টিম ম্যানেজমেন্ট

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সোহান-সাইফকে পূর্ণ সমর্থন দিবে টিম ম্যানেজমেন্ট

সোহান-সাইফকে পূর্ণ সমর্থন দিবে টিম ম্যানেজমেন্ট

সোহান-সাইফকে পূর্ণ সমর্থন দিবে টিম ম্যানেজমেন্ট

দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। গ্লোবাল টি২০ লিগ, বিপিএল এবং অস্ট্রেলিয়ার টিএনটি টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স নজরে আসে নির্বাচকদের। সেই ধারাবাহিকতায় দুজনকেই নেদারল্যান্ডস সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দলে ফেরা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি, খারাপ খেললেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন দাস স্পষ্ট জানান যে, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান যদি এই সিরিজে সুযোগ পান, তবে তাদের প্রতি টিম ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন থাকবে।

লিটন বলেন, "আমি তো খুব খুশি যে আমার দলে দুজন প্লেয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। এটা এমন না যে, যারা দলে নাই তারা খারাপ প্লেয়ার। তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। ভবিষ্যতে তারাও হয়তো আবার ফিরে আসবে।"

দীর্ঘদিন ধরে ভাল পারফর্ম করা এই দুই ক্রিকেটারের মধ্যে সোহানকে নিয়ে লিটন বলেন, "সোহান অনেকদিন ধরেই ভাল ক্রিকেট খেলছে।"

আর সাইফকে নিয়ে অধিনায়কের আলাদা পরিকল্পনা, "আমার মনে হয়েছিল আমাদের এমন একজন প্লেয়ার দরকার, যে মিডল ওভারে একটু আগ্রাসী মেজাজে খেলতে পারে। বিপিএল, গ্লোবাল টি২০, এমনকি অস্ট্রেলিয়ায় খেলে আসা ম্যাচেও তার খেলার ধরনে সেই সামর্থ্য দেখা গেছে। তাছাড়া সে এক-দুই ওভার বোলিংও করতে পারে। এই দিকগুলো বিবেচনায় রেখেই তাকে দলে নেওয়া হয়েছে।"

এতসব কিছুর পরও যদি তারা রান না পান, সেটাও মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। লিটন বলেন, "টি২০ ফরম্যাটে যেকোনো সময় আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে আউট হয়ে যেতে পারেন। বিষয়টা হচ্ছে, সে দলের জন্য কতটা কিছু দিতে চেষ্টা করেছে। আমরা যদি দেখি যে সে তার সর্বোচ্চ চেষ্টা করছে দলকে ভাল কিছু দেওয়ার, তাহলে অবশ্যই তাকে সাপোর্ট করা হবে।"

সর্বশেষ দুই ম্যাচে ব্যাট হাতে খোলসের বাইরে আসতে পারেননি লিটন দাস। সোহান-সাইফদের মতো তাই ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে সামনে রেখে নিজের ফেরার মঞ্চ হিসেবেই দেখছেন তিনি। 

প্রেস কনফারেন্সে লিটন বলেন, “চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। আমি আমার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three