Image

পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 5 ঘন্টা আগে
পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর

পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর

পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর

শঙ্কাই সত্যি হলো। শেষমেশ পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশে আসা। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। এক বছর পিছিয়ে গেল, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াতে পারে আগামী বছরের সেপ্টেম্বরে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।  

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে সফরটি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

২০২৫ সালের আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলিত হয়েই এই সিদ্ধান্তে গেল। 

বিসিবি ও বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠেয় সাদা বলের সিরিজ দুটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three