Image

সাকিবের দাপটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের দাপটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সাকিবের দাপটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সাকিবের দাপটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের লাগাম হাতে নিয়ে টাইগাররা আজকেও শুরুটা করে দারুণ। সকালের সেশনে পাকিস্তান হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। সকালের সেশনের শুরুতেই অধিনায়ক শান মাসুদের বিদায়, এরপর একে-একে বাবর আজম, সৌদ শাকিল, আবদুল্লাহ শফিককে হারিয়ে চরম চাপে পাকিস্তান। জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। লাঞ্চ ব্রেকের আগে পাকিস্তানের রান ৬ উইকেটে ১০৮। পাকিস্তান এখনও পিছিয়ে ৯ রানে, হাতে বাকি ৪ উইকেট।

পঞ্চম দিনের রোমাঞ্চে রাওয়ালপিন্ডি টেস্ট, দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। ৫ উইকেট হারানোর বিপরীতে পাকিস্তান রান তুলেছে ৮৩। মোহাম্মদ রিজওয়ান ২২ ও শাহীন শাহ আফ্রিদি ১ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেলেন। 

দুই টাইগার পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করেছেন পাকিস্তানি ব্যাটাররা। বারবারই পরাস্ত হয়েছেন। দিনের দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। সকালে ১ উইকেটে ২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করতেই অধিনায়ক শান মাসুদকে হারায় পাকিস্তান। ৩৭ বলে ১৪ রান করে হাসান মাহমুদের শিকার হন মাসুদ।

লিটনের গ্লাভসে হাসান ক্যাচ বানান পাক অধিনায়ককে। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট নিশ্চিত করে বাংলাদেশ। পরের ওভারে অবশ্য টানা দুই ইনিংসে বাবর আজমের উইকেট দখলে নিতে পারতেন শরিফুল। এ যাত্রায় বল গ্লাভসে রাখতে ব্যর্থ হন লিটন দাস। গোল্ডেন ডাক, এমনকি জোড়া ডাকের লজ্জা থেকে বেঁচে যান বাবর।  

টাইগারদের একচ্ছত্র আধিপত্য চলছে, জীবন পাওয়া বাবর আজম অবশ্য বেশিদূর এগিয়ে যেতে পারেননি। নাহিদ রানার ১৪৬.৪ কিলোমিটার গতির ডেলিভারিতে  ইনসাইড এজ হয়ে হারান স্টাম্প। ৫০ বল খেলা বাবর আজম ২২ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে এবার ডাকের স্বাদ দেন সাকিব আল হাসান। সাকিবের আর্মার ডেলিভারি এগিয়ে এসে খেলার চেষ্টা করতে ব্যর্থ শাকিল, হয়েছেন স্টাম্পড। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে আউট হন পাকিস্তানের সহ-অধিনায়ক। বাবরের পর দ্রুত শাকিলকে হারিয়ে চরম বিপাকে পাকিস্তান, দলীয় ৬৭ রানে নেই তাদের ৪র্থ উইকেট। এরপর মেহেদী হাসান মিরাজ ডাক বানিয়ে ফেরান সালমান আলি আঘাকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three