শ্রীলঙ্কা ম্যাচে নতুন আত্মবিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ: শন টেইট
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 ঘন্টা আগে
শ্রীলঙ্কা ম্যাচে নতুন আত্মবিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ: শন টেইট
শ্রীলঙ্কা ম্যাচে নতুন আত্মবিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ: শন টেইট
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপে দুই দলই ছিল একই গ্রুপে, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে রয়েছে শ্রীলঙ্কাকে তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারানোর স্মৃতি। তাই টাইগার অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ শন টেইট এশিয়া কাপে হারের ক্ষত ভুলে নতুন উদ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে চান।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে টেইট বলেন, “আমরা সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, তাই উভয় দলই একে অপরকে ভালোভাবে চেনাজানা রয়েছে। গত ম্যাচে তারা আমাদের থেকে এগিয়ে ছিল, তবে এটি একটি ভালো দ্বৈরথ হবে। আমরা আমাদের কাজের ওপর মনোযোগ দিয়ে আগামীর জন্য প্রস্তুত।”
টেইট আরও যোগ করেন, “এই টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর দিক হলো, ম্যাচগুলো খুব দ্রুত এবং ঘন ঘন হয়ে থাকে। তাই যখন খেলা পরপর চলে, তখন অতীত ভুলে নতুন ম্যাচের দিকে মনোযোগ দেওয়া যায়। এটি দলকে মানসিকভাবে দৃঢ় রাখে।”
বাংলাদেশ দলের কাছে এশিয়া কাপের সূচিও চ্যালেঞ্জিং। টানা দুই দিনে দুই ম্যাচ খেলতে হবে তাদের। এ বিষয়ে টেইট বলেন, “সূচি যেমন আছে, আমরা আজকে প্রশিক্ষণ করবো, পরের দিন ম্যাচ খেলবো। আধুনিক ক্রিকেটে আমাদের কাছে পুনরুদ্ধার, ডাটা বিশ্লেষণ এবং শারীরিক সক্ষমতার জন্য বিশেষজ্ঞরা আছেন, তাই আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করি না। আমরা শুধু আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবো এবং আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব।”
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে টেইট দলের আত্মবিশ্বাসের ওপর জোর দিয়েছেন। টাইগার এই কোচের ভাষায়, “আমরা একে অপরকে ভালোভাবেই চিনি। এ ধরনের ম্যাচ মানসিকভাবে চ্যালেঞ্জিং, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।”