শেষ ওভারে গিয়ে ৮ রানে জিতল বাংলাদেশ, আর তাতেই সিরিজ জয়
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 4 সপ্তাহ আগেআপডেট: 4 ঘন্টা আগে
শেষ ওভারে গিয়ে ৮ রানে জিতল বাংলাদেশ, আর তাতেই সিরিজ জয়
শেষ ওভারে গিয়ে ৮ রানে জিতল বাংলাদেশ, আর তাতেই সিরিজ জয়
মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এক সপ্তাহের মাঝে ঘরের মাঠে নতুন আরেকটি সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে পাত্তা না দিয়ে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। বৃথা গেল ফাহিম আশরাফের একা হাতের লড়াই।
১৩৩ রানের লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চের নানা অলি-গলি পেরিয়ে শেষ ওভারে গিয়ে জিতল বাংলাদেশ। তাও আবার মাত্র ৮ রানে। ফাহিম আশরাফ ৩২ বলে ৫১ করেও দলকে জেতাতে পারলেন না। ১৯তম ওভারের শেষ ডেলিভারিতে ফাহিমকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান।
শেষ ওভারের প্রথম বলেই ৬ হজম করেন মুস্তাফিজ। বাকি পাঁচ বলে জয়ের জন্য পাকিস্তানের লাগতো ৯ রান। আহমেদ ড্যানিয়াল মুস্তাফিজকে আবার ৬ হাঁকানোর চেষ্টায় ক্যাচ হন বাউন্ডারি লাইনে শামীম পাটোয়রির হাতে। আর তাতেই ৮ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পাকিস্তান ১২৫ রানে অলআউট। বাংলাদেশ জিতল ৮ রানে।