Image

নাহিদ রানার বোলিং আর হাসান মাহমুদকে নিয়ে যা বললেন শন টেইট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 11 মিনিট আগে
নাহিদ রানার বোলিং আর হাসান মাহমুদকে নিয়ে যা বললেন শন টেইট

নাহিদ রানার বোলিং আর হাসান মাহমুদকে নিয়ে যা বললেন শন টেইট

নাহিদ রানার বোলিং আর হাসান মাহমুদকে নিয়ে যা বললেন শন টেইট

তৃতীয় দিনের খেলা শেষে গল টেস্টে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দিন শেষে আলোচনায় ছিলেন পেসার হাসান মাহমুদ। দিনের শেষ বিকেলে পাথুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ইনিংস থামিয়েছেন কিছুটা। এই উইকেটকেই ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট।

দিন শেষে সংবাদ সম্মেলনে টেইট বলেন, "হাসান নতুন বলে উইকেট তুলে নিয়েছে, এটাই তার দায়িত্ব। মিডল স্টাম্পে হিট করেছে, ভালো বল ছিল। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ স্পিনাররা অনেক ওভার করে ফেলেছিল। নতুন বলে দ্রুত উইকেট এনে দিতে পেরেছে হাসান, এটিই ইতিবাচক দিক।"

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৬৮ রানে। বেশ ভালো ব্যাটিং কন্ডিশনের মধ্যেই দিনের বড় সময়টা কাটিয়েছেন লঙ্কান ব্যাটাররা। তাই কিছুটা হতাশা থাকলেও পেসারদের প্রচেষ্টায় সন্তুষ্ট টেইট।

"এটা ভালো ব্যাটিং উইকেট, এখানে পেসারদের জন্য আজ কঠিন কন্ডিশন ছিল। তারা অনেক পরিশ্রম করেছে। নতুন বলে শুরুটা আরও ভালো হতে পারত। তবে তারা ভালো এফোর্ট দিয়েছে, এই চেষ্টাটাই আপনি চাইতে পারেন," 

উইকেটের আচরণ প্রসঙ্গে টেইট বলেন, "তৃতীয় দিনে মানুষ বেশি টার্ন আশা করেছিল। কিন্তু উইকেট খুব একটা বদলায়নি। এখনো ব্যাটারদের জন্য সহায়কই মনে হচ্ছে। টেস্টে খেলা দ্রুত বদলে যেতে পারে, আমাদের আরও পরিশ্রম করতে হবে।"

নাহিদ রানার বোলিং নিয়ে টেইটের কণ্ঠে আশাবাদ, “এত জোরে বল করতে পারে, এজন্যই তাকে নতুন বল দেওয়া হয়েছে। এটা তার শুরু, মাত্র অষ্টম টেস্ট খেলছে। আগামীতেও বড় দায়িত্ব থাকবে। বাংলাদেশ এরকম এক্সাইটিং পেসার আগে খুব একটা পায়নি।”

একজন বাড়তি বোলার দরকার ছিল কি না, এমন প্রশ্নে টেইট বলেন, "আমরা আর বাড়তি বোলার নিতে পারিনি, এটা করার সুযোগই ছিল না।"

শ্রীলঙ্কার ব্যাটিং প্রশংসা করে শন টেইট বলেন, "ওরা এমন একটা দল যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে ছিল। দারুণ সব ব্যাটার আছে ওদের। নতুন বলটা আমরা আরও ভালো কাজে লাগাতে পারতাম। কিন্তু আমি খুব নেতিবাচক হতে চাই না। আমরাও দুই দিন ব্যাট করেছি, এটা বেশ ভালো ব্যাটিং উইকেট।”

দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নিয়ে লঙ্কানদের লিড কমিয়ে আনা এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য। আর সেই দায়িত্বের বড় অংশটাই থাকবে পেসারদের কাঁধে। যাঁদের পারফরম্যান্সে এখনো আস্থাশীল শন টেইট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three