Image

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসির নতুন নিয়ম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 4 ঘন্টা আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসির নতুন নিয়ম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসির নতুন নিয়ম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসির নতুন নিয়ম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যা কার্যকর হবে আসন্ন বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ থেকেই। আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো এই নিয়মগুলোর বাস্তব প্রয়োগ দেখা যাবে।

ওয়ানডে ক্রিকেটে এতদিন দুই প্রান্ত থেকে দুটি নতুন বল দিয়ে পুরো ইনিংস পরিচালিত হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ইনিংসের প্রথম ৩৪ ওভারে দুটি নতুন বল ব্যবহৃত হবে। এরপর ফিল্ডিং দলকে দুটি বলের একটি বেছে নিতে হবে, যেটি দিয়ে ইনিংসের শেষ ১৬ ওভার খেলানো হবে। শুধু তাই নয়, একই বল ব্যবহার হবে দ্বিতীয় ইনিংসের ৩৫ থেকে ৫০ ওভারেও।

ম্যাচ যদি সংক্ষিপ্ত হয়ে ২৫ ওভারে নেমে আসে, সেক্ষেত্রে প্রতিটি ইনিংসে একটি করে নতুন বল ব্যবহারের অনুমতি থাকবে। অব্যবহৃত নতুন বলগুলো থাকবে রিজার্ভে, যেগুলো প্রয়োজনে ব্যবহার করা যাবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লের নতুন নিয়ম অনুযায়ী, ওভার দিয়ে নয়, এবার থেকে বলের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ এখন থেকে পাওয়ারপ্লের সময় নির্ধারিত থাকবে নির্দিষ্ট সংখ্যক বলের ওপর, যা ওভার-ভিত্তিক নিয়মের তুলনায় ভিন্নমাত্রা যোগ করবে ম্যাচ পরিকল্পনায়।

ডিসিশন রিভিউ সিস্টেমেও (ডিআরএস) এসেছে সূক্ষ্ম পরিবর্তন। বিশেষ করে এলবিডব্লিউয়ের ক্ষেত্রে উইকেট জোনের পরিধি কিছুটা বাড়ানো হয়েছে। ফলে ব্যাটসম্যানের প্যাডে লাগা বল যদি আগের তুলনায় কিছুটা বাইরের দিকে থেকেও স্টাম্পে লাগার সম্ভাবনা থাকে, সেটিও এখন আউট হিসাবে গণ্য হতে পারে। এতে রিভিউ নেওয়া ফিল্ডিং দলের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

নতুন নিয়মে খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। ফলে দুই দলকেই দ্রুত মানিয়ে নিতে হবে বল ব্যবহারের কৌশল এবং রিভিউ ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে পুরনো বল ব্যবহারের নিয়মে স্পিনার ও পেসার উভয়ের জন্যই বলের গ্রিপ ও সুইংয়ের সুযোগ বাড়বে।

শুধু নিয়ম নয়, ম্যাচ পরিকল্পনা ও কৌশলে বড় পরিবর্তন এনে দিতে পারে আইসিসির এই পদক্ষেপ। নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কলম্বোতে, যার প্রভাব দীর্ঘমেয়াদে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব ক্রিকেটে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three