আমরা এখনও পারফেক্ট একটি ম্যাচ খেলতে পারিনি: গম্ভীর

আমরা এখনও পারফেক্ট একটি ম্যাচ খেলতে পারিনি: গম্ভীর
আমরা এখনও পারফেক্ট একটি ম্যাচ খেলতে পারিনি: গম্ভীর
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর অধিনায়ক রোহিত শর্মার পাশে দাঁড়ালেন। সাম্প্রতিক সময়ে রোহিতের ব্যাটে বড় রান নেই, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে তার স্কোর ছিল ২৮, ১৫, ২০ ও ৪১। এর আগে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও ব্যর্থ হন তিনি, এমনকি শেষ টেস্টে নিজেকে একাদশের বাইরে রাখেন। তবে গম্ভীর এতে কোনো সমস্যা দেখছেন না।
গম্ভীর বলেন, "আপনারা রান দিয়ে মূল্যায়ন করেন, আমরা প্রভাব দেখে বিচার করি। এটাই পার্থক্য। আপনারা পরিসংখ্যান দেখেন, আমরা দেখি ম্যাচের গতি পরিবর্তন কে আনছে। আমাদের অধিনায়ক যেভাবে খেলছেন, সেটা ড্রেসিংরুমের জন্য ইতিবাচক বার্তা। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই, আর রোহিত সেই বার্তাই দিচ্ছেন।"
এদিকে বিরাট কোহলির লেগ-স্পিনের বিপক্ষে দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠলেও গম্ভীর সেটিকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "৩০০ ম্যাচ খেললে কোনো না কোনো বোলারের বিপক্ষে আউট হতেই হবে। কোহলির এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি ও ৮৪ রানের ইনিংস আছে। ও রান পাচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।"
ভারতের উইকেটকিপিং পজিশনে রিশাব প্যান্টকে না রেখে কেএল রাহুলকে রাখার ব্যাখ্যাও দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেন, "ওয়ানডেতে রাহুলের গড় ৫০। এটাই যথেষ্ট উত্তর। দলের ভারসাম্য বজায় রাখতে আমরা কেএলকে নিচ্ছি, এবং সে এই ভূমিকায় সফল।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জিতেছে ভারত। তবে ম্যাচটি কি খুব কাছাকাছি চলে গিয়েছিল? গম্ভীর তা মানতে নারাজ। "না, আমি একেবারেই তা মনে করি না। আমরা পরিকল্পনা করেই উইকেট হাতে রেখে খেলেছি। ৪০ ওভার পর্যন্ত চার উইকেট ছিল, তাই সবসময় ম্যাচ নিয়ন্ত্রণে ছিল।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তিন উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ শামি। তাঁর প্রশংসায় গম্ভীর বলেন, "শামি অসাধারণ। দারুণ অনুশীলন করে, নিজেকে সবসময় তৈরি রাখে। তাই ওর পারফরম্যান্স এত ভালো। আমরা অনেক বোলারের কথা বলি, কিন্তু শামি বিশ্বমানের।"
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতীয় দল আত্মবিশ্বাসে টগবগ করছে। তবে গম্ভীর মনে করিয়ে দিয়েছেন, "এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। আশা করি ফাইনালে সেটা হবে।"