Image

টাকা না পেয়ে বিদেশিরা হোটেলে, তবুও রংপুরকে হারাল দুর্বার রাজশাহী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টাকা না পেয়ে বিদেশিরা হোটেলে, তবুও রংপুরকে হারাল দুর্বার রাজশাহী

টাকা না পেয়ে বিদেশিরা হোটেলে, তবুও রংপুরকে হারাল দুর্বার রাজশাহী

টাকা না পেয়ে বিদেশিরা হোটেলে, তবুও রংপুরকে হারাল দুর্বার রাজশাহী

বিপিএলে টানা ৮ জয়ে উড়তে থাকা রংপুর রাইডার্স এক দুর্বার রাজশাহীর কাছেই হারল পরপর দুই ম্যাচে। টেবিল টপার রংপুরকে যেন পুরোপুরিভাবেই মাটিতে নামিয়ে দিল বিপিএলে ধুঁকতে থাকা রাজশাহী। তবে এই ম্যাচের ঠিক আগে দুর্বার রাজশাহীর ঝামেলা আরও বাড়ে, একাদশে রাখতে পারেনি কোনো বিদেশি ক্রিকেটারকে। টাকা না পেয়ে ম্যাচ বয়কট করে হোটেলে আছে ফরেন রিক্রুটরা, মাঠে নেমে বাজিমাত স্থানীয় ক্রিকেটারদের। সাইফউদ্দিনের লড়াই ম্লান করে জিশান আলম শেষ ওভারে রাজশাহীকে জেতালেন ২ রানে। 

চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানের হার দেখে রংপুর রাইডার্স। যা ছিল এবারের বিপিএলে তাদের প্রথম পরাজয়। চট্টগ্রাম থেকে বিপিএল ফিরল ঢাকার মাঠে, কিন্তু জয়ে ফেরা হয়নি নুরুল হাসান সোহানদের। আবার সেই দুর্বার রাজশাহীর কাছেই রংপুরের আরও এক হার। মোহাম্মদ সাইফউদ্দিন শেষ অবদি চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। দুই রানের রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো রাজশাহী। 

১২০ রানের সহজ টার্গেট টপকাতে নেমে ১৪৬ রানের বেশি করতে পারেনি রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইন। রংপুরকে অল্পতেই আটকে দিতে বল হাতে ম্যাজিক দেখিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী পূরণ করেন ফোর-ফার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানে থামে দুর্বার রাজশাহীর ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সানজামুল ইসলাম। 

খেলোয়াড়দের পারিশ্রমিক যথা সময়ে না দেওয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থা; এমন নানা নেতিবাচক ঘটনার পর আজ রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক, টাকা পাননি বলের দলের বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যার ম্যাচে খেলবেন না বলে জানিয়ে হোটেল থেকে মাঠেও আসেননি তারা। ফলে এক প্রকার বাধ্য হয়েই দেশীয় ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজায় রাজশাহী।

দলের এমন বাজে অবস্থায় থেকেও রংপুরের মতো শক্তিশালী দলকে দুর্বার রাজশাহী হারিয়ে দিল ম্যাচ। আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলা রংপুরের অবশ্য এই হারে পয়েন্ট টেবিলে খুব একটা প্রভাব পড়েনি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three