Image

আইসিসির উইমেন্স টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশের কেউ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির উইমেন্স টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশের কেউ

আইসিসির উইমেন্স টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশের কেউ

আইসিসির উইমেন্স টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশের কেউ

ঘোষণা করা হয়েছে আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি একাদশ। দলে সর্বোচ্চ ভারতের ৩ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ২ জন। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড থেকে আছেন ১ জন করে খেলোয়াড়। 

ওপেনার হিসাবে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড। ১৯ ম্যাচে ৩৯.৫৮ গড়ে ৬৭৩ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ রান ১০২। একটি সেঞ্চুরির সাথে আছে ৩ টি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট  ১২৫.০৯। লরার সঙ্গে ওপনিংয়ে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। ২৩ ম্যাচে ৪২.৩৮ গড়ে ৭৬৩ রান করেছেন স্মৃতি। স্ট্রাইক রেট ১২৬.৫৩। আছে ৮টা অর্ধশতক।

ওয়ান ডাউনে আছেন লঙ্কান চামারি আথাপাত্তু। ২১ ম্যাচে ৪০ গড়ে ৭২০ রান করেছেন তিনি। ৪ এ আছেন ক্যারিবিয়ান হিলি ম্যাথিউস। তার রান সংখ্যা ১৬ ম্যাচে ৫৩৮, সর্বোচ্চ ৮৫। সাথে নিয়েছেন ১৪ টি উইকেট। মিডল অর্ডারে আরো আছেন ইংল্যান্ডের ন্যাট সাইভার ব্রান্ট। খেলেছেন ১৬ ম্যাচ করেছেন ৪২৩ রান। স্ট্রাইকরেট ১৩৩ এর উপরে। 

৬ নাম্বার ব্যাটার হিসাবে আছেন নিউজিল্যান্ডের মিলি কের। ৩৮৭ রান করতে মিলি খেলেছেন ১৮ ম্যাচ। তাছাড়া বল হাতে নিয়েছেন ২৯ উইলেট। ২০ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। তারপরে আছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ২১ ম্যাচে ৩৬৫ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৫৬.৬৫।

প্রোটিয়া অলরাউন্ডার মারিজান ক্যাপ ১৬ ম্যাচে ৩৯৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। আয়ারল্যান্ড অলরাউন্ডার ওড়লা প্রেন্ডারগাস্ট ১৮ ম্যাচে করেছেন ৫৪৪ রান। উইকেট নিয়েছেন ২১ টি।

দীপ্তি শর্মা ১৭.৮০ গড়ে ২৩ ম্যাচে শিকার করেছেন ৩০ উইকেট। ১৩ রানে ৩ উইকেট তার সেরা বোলিং। তাছাড়া ব্যাট হাতে করেছেন ১১৫ রান। পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবাল ১৯ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। তার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three