Image

চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস। মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ার্ম-আপ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্কোয়াডে থাকা ১৫ জনের সবাই ব্যাট-বল করতে পারবে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের ('এ' দল) মুখোমুখি বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে গত বছরের ১২ ডিসেম্বর। 

বাংলাদেশ সময় বিকেল ৩ টায় দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশের বিপক্ষে শাহীনসের নেতৃত্বে মোহাম্মদ হারিস। খেলছে উসামা মীর, ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটাররা। দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ এ–তে। এই গ্রুপে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। রোহিত-কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। 

রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। 

পাকিস্তান শাহীনস স্কোয়াড-

মোহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মকিম এবং উসামা মীর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three