Image

জাভেদ ওমর ইনিশিয়েটিভ: শিশু-কিশোর ও তৃণমূল ক্রিকেটের জন্য নতুন যাত্রা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাভেদ ওমর ইনিশিয়েটিভ: শিশু-কিশোর ও তৃণমূল ক্রিকেটের জন্য নতুন যাত্রা

জাভেদ ওমর ইনিশিয়েটিভ: শিশু-কিশোর ও তৃণমূল ক্রিকেটের জন্য নতুন যাত্রা

জাভেদ ওমর ইনিশিয়েটিভ: শিশু-কিশোর ও তৃণমূল ক্রিকেটের জন্য নতুন যাত্রা

সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবার মাঠের বাইরে আরও বড় একটি দায়িত্ব কাঁধে তুলে নিলেন। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, তৃণমূল পর্যায়ের উদীয়মান ক্রিকেটারদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য ক্রিকেটীয় সরঞ্জাম প্রদানের লক্ষ্যে তিনি চালু করলেন ‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’। 

আজ রাজধানীর এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি, সাবেক ক্রিকেটার ও দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘জাভেদের চিন্তা ও আমার চিন্তা অনেকটাই কাছাকাছি। আমাদের সমাজে অনেকেই আছেন, যাদের জীবন এগিয়ে নেওয়া কঠিন। বিসিবিও এমন একটি উদ্যোগ পরিচালনা করছে। তোমার এই নতুন যাত্রায় আমি একজন খেলোয়াড় হিসেবে পাশে থাকব। আমরা সবাই চেষ্টা করব যেন এটি সফলভাবে এগিয়ে যায়।’

জাতীয় দলে খেলার সময় থেকেই নানা সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন জাভেদ ওমর। দেশের মানুষের সেবা করার ইচ্ছাতেই কানাডায় স্থায়ী না হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানান তিনি।

‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’ মূলত নতুন প্রজন্মকে ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। এ প্রসঙ্গে জাভেদ বলেন, ‘যদি কোনো শিশু ক্রিকেট খেলতে চায় কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে, আমরা তা সরবরাহ করব। ব্যাট, বল, স্টাম্পের অভাবে যেন কোনো শিশুর স্বপ্ন থেমে না যায়, সেটাই আমাদের লক্ষ্য। আমি দেখেছি, অনেক এতিমখানার পাশে খোলা মাঠ থাকে, কিন্তু খেলার সরঞ্জাম নেই। আমরা শুধু ক্রিকেট নয়, ফুটবলের সরঞ্জামও দিতে পারি। মানসিক স্বাস্থ্য, শিক্ষা—সব কিছুই আমাদের পরিকল্পনার অংশ। আমার প্রতিষ্ঠান প্ল্যাস্টিসিটি এই উদ্যোগের সঙ্গে থাকবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘জাভেদের এই প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জাম নিশ্চিত করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এই উদ্যোগ নিঃসন্দেহে মহৎ। আমার বিশ্বাস, সবাই এর পাশে থাকবে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three