Image

মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ছুঁয়েছে ২০০

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ছুঁয়েছে ২০০

মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ছুঁয়েছে ২০০

মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ছুঁয়েছে ২০০

প্রথম দিনের ৩৫ ওভারের ওভারের পর গেল দুই দিনে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হয়নি একটি বলও। আজ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশ হারায় মিডল অর্ডারের ৩ ব্যাটারকে। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ৬ উইকেটে বাংলাদেশের রান ২০৫। সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের সংগ্রহ টেনে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক। 

কানপুর টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনে মুশফিক, লিটন, সাকিবকে হারানো বাংলাদেশ ছুটছে মুমিনুল হকের ব্যাটে। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম শতক ভারতে পেয়েছেন মুমিনুল। ১০২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন। তাকে সঙ্গ দেওয়া মেহেদী হাসান মিরাজের রান ৬। 

৪০ রান করে মুমিনুল হক ও ৬ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। আজ ৪র্থ দিনে এই দুই ব্যাটার মাঠে নামেন। তবে এদিন শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। জাসপ্রীত বুমরাহর বল ছাড়তে গিয়ে স্টাম্প হারান মুশফিকুর রহিম। এরপর লিটন কুমার দাসও ইনিংস বড় করতে ব্যর্থ হন। 

বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন ১১ রানে থাকা মুশফিক। এর পর অবশ্য মুমিনুল হক ফিফটি পূর্ণ করে শতকের দিকে এগিয়ে যেতে থাকেন। তবে লিটন দাস স্বস্তি এনে দেওয়ার বদলে দলকে দিলেন একরাশ হতাশা। মোহাম্মদ সিরাজের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে মিড অফে রোহিত শর্মার হাতে দারুণ এক ক্যাচ আউট হন লিটন। প্যাভিলিয়নে ফেরার আগে ৩ চারে ৩০ বলে ১৩ রান করেন। 

দেশের বাইরে নিজের শেষ টেস্ট খেলতে নামা সাকিব আল হাসানও উইকেট হারিয়েছেন দ্রুত। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সিরাজ এক হাতে দুর্দান্ত ক‍্যাচ লুফে নিয়ে ফেরালেন সাকিবকে। ১৭ বল খেলা সাকিব ৯ রানের বেশি করতে পারেননি। ১৭০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দুইশো রান টপকেছে মুমিনুল-মিরাজের ব্যাটে। 

লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারে অশ্বিনকে বাউন্ডারি মেরে মুমিনুল ছুঁয়েছেন টেস্টে নিজের ১৩ নম্বর শতক। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three