হংকং সিক্সেসে জিশান-সাইফউদ্দিনের তা'ন্ড'ব, ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
হংকং সিক্সেসে জিশান-সাইফউদ্দিনের তা'ন্ড'ব, ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
হংকং সিক্সেসে জিশান-সাইফউদ্দিনের তা'ন্ড'ব, ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
হংকং সিক্সেস ২০২৪ এ অংশ নিয়েছে বাংলাদেশ দল। হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে আজ (১ নভেম্বর) ওমানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। যেখানে ৩৪ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে জিশান-সাইফউদ্দিনরা।
টসে হেরে এদিন আগে ব্যাট করে বাংলাদেশ। ওপেনার জিশান আলম রীতিমত তান্ডব চালান ওমানের বোলারদের ওপর। ১২ বলে ১ চার ও ৮ ছক্কায় ৫৫ রান করলে টুর্নামেন্টের নিয়মানুযায়ী তাঁকে উঠে যেতে হয়।
তিনে নেমে একই ঢংয়ে ব্যাটিং করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ চার ও ৭ ছক্কায় ১২ বলে ৫৫ রান করেন তিনিও। ওপেন করতে নামা ইয়াসির আলি চৌধুরী রাব্বি ৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন। আবু হায়দার রনি ৩ বলে ৪* রান করলে ৬ ওভারে ১৪৭ রান করে থামে বাংলাদেশের ইনিংস।
জবাব দিতে নেমে শুরুটা মন্দ করেনি ওমান। ওপেনার ভিনায়ক শুক্লা ৮ বলে ২৯ রান করেন। তিনে নামা মুজিবুর আলি ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। চারে নেমে হাসনাইন শাহ ৫ বলে ২৪ রান করেন, জিতেন রামানান্দি করেন ৯ বলে ২০ রান।
৬ ওভারে ১১৩ রান করে ৫ উইকেট হারিয়ে ফেলে ওমান। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন জিশান আলম, ১ টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি।
হংকং সিক্সেসের নিয়মাবলী-
সাধারণ-প্রতিটি খেলা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় থাকবে। একটি খেলায় প্রতি দলের জন্য সর্বাধিক ছয়টি ছয় বলের ওভার থাকবে। ফিল্ডিং দলের একজন সদস্যকে সর্বাধিক ২ ওভার বল করার অনুমতি দেওয়া হবে, তবে সেই ওভারগুলো পরপর হতে পারবে না। ফিল্ডিং দলের চারজন সদস্য (উইকেটরক্ষক ছাড়া) এক ওভার করে বল করবেন। ওয়াইড এবং নো-বল ব্যাটিং দলকে এক রান এবং অতিরিক্ত একটি বল দেবে।
লাস্ট ম্যান স্ট্যান্ডস-যদি ৬ ওভারের মধ্যে ৫ উইকেট পড়ে (নট আউট রিটায়ার্ড ব্যাটার ছাড়া), তাহলে শেষ থাকা ব্যাটার ৫ম আউট ব্যাটারকে রানার হিসেবে নিয়ে ব্যাট করতে থাকবে। শেষ থাকা ব্যাটারকে সবসময় স্ট্রাইকে থাকতে হবে। তার সঙ্গী রান আউট বা ফিল্ডের ব্যাঘাত ঘটানোয় আউট হলে, শেষ থাকা ব্যাটারকেও আউট ঘোষণা করা হবে। ষষ্ঠ উইকেট পতনে ইনিংস সমাপ্ত হবে।
ব্যাটার রিটায়ার-ব্যক্তিগত স্কোর ৫০ রান হলে ব্যাটারকে ‘নট আউট’ হিসেবে অবসর নিতে হবে, তবে ৫০ রান পূর্ণ হওয়ার আগে অবসর নেওয়া যাবে না। ব্যাটার ৫০ রানে পৌঁছানোর জন্য যে শট খেলে সকল রান সম্পন্ন করতে পারবেন এবং সম্পূর্ণ স্কোর গণনা করা হবে। যদি শেষ জোড়ার একজন আউট হয়ে যায়, তবে যে কোনো ‘নট আউট’ অবসর নেওয়া ব্যাটার আবার তার ইনিংস শুরু করতে পারবেন।
যদি একাধিক ব্যাটার অবসর নেয়, তবে তারা অবসরের ক্রম অনুযায়ী পুনরায় ব্যাট করতে নামবে। যদি কোনো ব্যাটার নির্দিষ্ট ক্রমে না ফেরেন, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হবে।
হংকং সিক্সেস ২০২৪ এর দল-
পুল এ- দক্ষিণ আফ্রিকা (এ১), নিউজিল্যান্ড (এ২), হংকং চীন (এ৩)
পুল বি- অস্ট্রলিয়া (বি১), ইংল্যান্ড (বি২), নেপাল (বি৩)
পুল সি- ভারত (সি১), পাকিস্তান (সি২), সংযুক্ত আরব আমিরাত (সি৩)
পুল ডি- শ্রীলঙ্কা (ডি১), বাংলাদেশ (ডি২), ওমান (ডি৩)।