বৃষ্টিতে ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন
বৃষ্টিতে ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন
বৃষ্টিতে ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন
বৃষ্টিতে ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন। খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। তাতে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ২৮ রান।
ব্রিসবেনে তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অজি ব্যাটাররা ৫.৩ ওভার খেলার পর হানা দেয় বৃষ্টি। তারপর বৃষ্টি কমলে পুনরায় শুরু করা হয় খেলা। তবে ফের বৃষ্টি নামলে ১৩.২ ওভারের পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।ফলে আম্পায়ারের সিদ্ধান্তে প্রথম দিনের ম্যাচ শেষ করা হয়।
অজিদের হয়ে ৪৭ বলে ১৯ রানে অপরাজিত রয়েছেন উসমান খাজা এবং ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন নাথান ম্যাকসিনি।
ভারতের হয়ে ৬ ওভার বল করে ৮ রান দেন জাসপ্রীত বুমরাহ। ৪ ওভার বল করে ১৩ রান দেন মহম্মদ সিরাজ এবং ৩.২ ওভার বল করে ২ রান দেন আকাশ দীপ।
স্থানীয় আবহাওয়া সূত্রে খবর, আগামী ৫ দিন ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫০%-র বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে গাব্বা টেস্ট ভেস্তে যেতে পারে।