Image

অবশেষে ভিসা পেয়ে আয়ারল্যান্ডের পথে মোহাম্মদ আমির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে ভিসা পেয়ে আয়ারল্যান্ডের পথে মোহাম্মদ আমির

অবশেষে ভিসা পেয়ে আয়ারল্যান্ডের পথে মোহাম্মদ আমির

অবশেষে ভিসা পেয়ে আয়ারল্যান্ডের পথে মোহাম্মদ আমির

ভিসা ইস্যুতে ক্রিকেটারদের আটকে পড়ার উদাহরণ কম নেই। এই ইস্যুতে সর্বশেষ উদাহরণ পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আমিরের ভিসা প্রাপ্তি নিশ্চিত করেছে। 

পিসিবির ঘনিষ্ঠ সূত্র পাকিস্তানি গণমাধ্যমকে জানিয়েছে ভিসা পাওয়ার পর বোর্ডের লজিস্টিক বিভাগ আমিরের ডাবলিনের ফ্লাইট বুকিং করেছে, যাতে সে সময়মত দলের সঙ্গে যুক্ত হতে পারে। 

তবে ভিসা পেয়ে, ফ্লাইটে চড়লেও প্রথম ম্যাচে তাঁকে একাদশে দেখার সুযোগ প্রায় নেই বললেই চলে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাঁর সার্ভিস পেতে পারে বাবর আজমের দল। 

প্রসঙ্গত, দলের বাকি সদস্যদের সঙ্গে মোহাম্মদ আমিরের ভিসা করাতে দিয়েছিল পিসিবি। আয়ারল্যান্ডের দূতাবাস শুরুতে এই বাঁহাতি পেসারের ভিসা দেয়নি। 

পরবর্তীতে এই নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডকে অভিযোগ জানায় পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগত ভাবে এই ইস্যুতে কথা বলেন। 

পরবর্তীতে আমিরের ভিসা আবেদন নতুন করে করা হয়, এযাত্রায় তিনি আয়ারল্যান্ড যাত্রার সবুজ সংকেতও পান। 

 

ডাবলিনে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে, একই ভেন্যু ও একই সময়ে। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three