ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
আনক্যাপড পেনিংটন, জেমি স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ফোকস ও জনি বেয়ারস্টো। উইকেট কিপিং করতে প্রস্তুত জেমি স্মিথ। লর্ডস ও ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা ইসিবির।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য দুই নতুন মুখ উইকেটরক্ষক হিসেবে জেমি স্মিথ ও পেসার ডিলন পেনিংটনের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বেন ফোকস এবং জনি বেয়ারস্টোকে বাইরে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য সারের জেমি স্মিথকে টেস্ট উইকেটকিপিং গ্লাভস দিয়েছে ইসিবি।
স্মিথ অবশ্য এর আগে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন, লর্ডসে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ২৪ বছর বয়সী হবেন। যা টেস্ট ক্রিকেটে জিমি অ্যান্ডারসনের শেষ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই লর্ডসে ইংলিশ জার্সি গায়ে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন জেমি স্মিথ।
ইংল্যান্ড দলে দুজন আনক্যাপড ফাস্ট বোলারকেও বেছে নিয়েছে, গাস অ্যাটকিনসন এবং নটিংহামশায়ারের ডিলন পেনিংটন। অ্যাটকিনসন আন্তর্জাতিক স্তরে সাদা-বলের উভয় ফর্ম্যাটই খেলেছেন এবং এই বছরের শুরুতে টেস্ট স্কোয়াডের সাথে ভারত সফর করেছেন।
প্রথম দুই ম্যাচের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (শুধুমাত্র প্রথম টেস্ট), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস।