Image

বাংলাদেশে এখন বিশ্বকাপ খেলা ভুল হবে: অ্যালিসা হিলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে এখন বিশ্বকাপ খেলা ভুল হবে: অ্যালিসা হিলি

বাংলাদেশে এখন বিশ্বকাপ খেলা ভুল হবে: অ্যালিসা হিলি

বাংলাদেশে এখন বিশ্বকাপ খেলা ভুল হবে: অ্যালিসা হিলি

অক্টোবরে বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা আসন্ন বিশ্বকাপ আয়োজনকে ফেলেছে শঙ্কায়। আইসিসি অন্যান্য বিকল্পের দিকে তাকিয়ে আছে। তবে আশা ছাড়েনি বিসিবি, টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার হাত থেকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করছে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করা ভুল হবে বলে মনে করেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার নাগরিকদেরও এ মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পাসের আন্দোলন বৃহত্তর রাজপথে ছড়িয়ে যায়। ৯ দফার আন্দোলন ১ দফা অর্থাৎ শেখ হাসিনার সরকারের পদত্যাগে গড়ায়। এরপর গত কয়েক দিন ঢাকার রাজপথ নয়, সমগ্র দেশ হয়ে ওঠে আন্দোলনের মুক্তাঙ্গন। শিক্ষার্থীরা দেশকে ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার, অপশাসন ও নির্যাতন থেকে রাহুমুক্ত করেছেন। কিন্তু গত মাসে সহিংসতা শুরু হওয়ার পর বিসিবির দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক বোর্ড পরিচালক দেশ ছেড়ে পালিয়েছেন।

বাংলাদেশের এমন পরিস্থিতিতে এখানে বিশ্বকাপ খেলাটা ঝুঁকির বলে দাবি করলেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলাদেশে বিশ্বকাপ খেলা হবে ভুল; এমন মন্তব্য করেছেন তিনি,

‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চলা এবং যে দেশ সত্যিই ভুগছে—তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। নতুন সরকার গঠন হয়েছে এবং দেশের পরিস্থিত স্বাভাবিক হচ্ছে। তবুও অজি অধিনায়ক বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে পড়েছেন অস্বস্তিতে, তাকিয়ে আছেন আইসিসির সিদ্ধান্তের দিকে। 

‘এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three