Image

শান্ত বললেন, এভাবে যদি চলতে থাকে এরকম ফলাফলই হবে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শান্ত বললেন, এভাবে যদি চলতে থাকে এরকম ফলাফলই হবে

শান্ত বললেন, এভাবে যদি চলতে থাকে এরকম ফলাফলই হবে

শান্ত বললেন, এভাবে যদি চলতে থাকে এরকম ফলাফলই হবে

দীর্ঘদিন ধরেই চলছে বাংলাদেশের ব্যাটারদের খারাপ পারফরম্যান্স। প্রথম ইনিংসে এক অংকের ঘরে আউট হয়েছেন ৮ ব্যাটার, দ্বিতীয় ইনিংসে ৭ জন। মুমিনুল হকের ৮২ রান ছাড়া এই টেস্টে বলার মতো কোনো পারফর্ম নেই বাংলাদেশের। দক্ষতা এবং চিন্তাভাবনা; নাজমুল হোসেন শান্তর মতে এই দুই জায়গাতেই অনেক পিছিয়ে খেলোয়াড়রা। জোর দিয়ে বললেন, এসবে পরিবর্তন আনতে হবে। তা না হলে ম্যাচের পর ম্যাচ এমন ফলাফলই হবে। 

দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেখানে এক ইনিংসেই ব্যাট করেছে ১৪৪.২ ওভার, বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে খেলতে পারে কেবল ৮৯ ওভার। এই সময়ের মধ্যে ২০ উইকেট হারিয়ে টাইগার ব্যাটাররা করতে পারে ৩০২ রান। ঘরের মাঠে, চেনা কন্ডিশনে এমন অসহায় আত্নসমর্পণের পর ব্যাটারদের দিকে স্বাভাবিকভাবেই উঠেছে অভিযোগের আঙুল। টপ অর্ডার ব্যাটাররা গেল কয়েকবছর ধরে লড়াই না করেই হার মানছেন। দেশের ক্রিকেটের প্রতি তাদের নিবেদন নিয়েও এখন প্রশ্ন। 

নিজেদের হতাশাজনক ব্যাটিং নিয়ে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে বললেন, 'শুধু এই দুই ইনিংস বলব না। খেয়াল করে দেখেন, লম্বা সময় ধরেই এরকম হচ্ছে। টেস্টে টপ অর্ডার থেকে যদি পার্টনারশিপ না হয় তাহলে পরের ব্যাটারদের জন্য খুবই কঠিন লাল বলের ক্রিকেটে। ওপরে যারা ব্যাটিং করে তারা কী চিন্তা করে বা কী ধরনের প্রস্তুতি নেয় আমি জানি না। তবে এভাবে যদি চলতে থাকে, এরকম ফলাফলই হবে।' 

খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তনের সাথে স্কিল উন্নতির কথাও জোর দিয়ে বললেন নাজমুল হোসেন শান্ত। স্কিল ইস্যু না মানসিকতা? শান্ত বললেন, 

'স্কিল এবং চিন্তাভাবনা দুটাই। আমাদের স্কিলের অনেক জায়গা আছে যেখানে উন্নতি করতে হবে, পাশাপাশি চিন্তাভাবনাতেও পরিবর্তন আনতে হবে। উন্নতি করতে হবে এটা তো অনেক দিন ধরেই বলছি। কোন জায়গায় উন্নতি দরকার এটা খুঁজে বের করতে হবে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three