অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি আছেন তাইজুল
অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি আছেন তাইজুল
অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি আছেন তাইজুল
নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। অধিনায়ক হয়েছেন আট মাসও হয়নি। তবে টেস্ট দলের নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তাইজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে জানতে চাওয়া- বিসিবি আপনাকে টেস্ট দলের দায়িত্ব দিতে চাইলে, আপনি কতটুকু তৈরি আছেন? হাসিমুখে তাইজুলের উত্তর, 'যেহেতু ১০ বছর খেলছি, তো পুরোটাই তৈরি।'
নাজমুল হোসেন শান্ত যদি তাঁর সিদ্ধান্তে বহাল থাকেন, তাহলে বিসিবিকে স্বাভাবিকভাবেই বিকল্প অধিনায়ক খুঁজতে হবে। তবে আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার কথা জানালেন তাইজুল ইসলাম। ২০১৪ সালে সাদা পোশাকে বাংলাদেশ দলে আসা তাইজুল ইসলাম গেল এক দশকে খেলেছেন মোট ৪৮ টেস্ট। ক্যারিয়ারে মোট ১৩ বার ফাইফারের স্বাদ পাওয়া তাইজুলের মোট উইকেট সংখ্যা ২০৪।
বাংলাদেশের ড্রেসিংরুমে অভিজ্ঞ তাইজুল ইসলামের কতটা ভূমিকা থাকে? 'যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ; সেটা টিমম্যাট হোক আর সেটা আমার দেশের জনগন হোক। আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজেশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো; এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।'