বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু
বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু
বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু
দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আজ (১৩ আগস্ট) তাঁদের হোম সিজন ২০২৪-২৫ এর সূচিতে বদলের কথা জানিয়েছে। যেখানে পরিবর্তন হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের ভেন্যুও।
৬ অক্টোবর ধরমশালায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১ম টি-টোয়েন্টি হবার কথা ছিল। তবে তা এখন হবে গোয়ালিয়রে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সময় ধরমশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংষ্কার করবে।
গোয়ালিয়রে বাংলাদেশ ও ভারতের ঐ ম্যাচ হবে গোয়ালিয়রের নতুন স্টেডিয়াম শ্রিমান্ত মাধবরাও শিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
এছাড়া ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পরিবর্তিত হয়েছে। এর আগে চেন্নাইয়ে ১ম টি-টোয়েন্টি হবার কথা থাকলেও সেখানে হবে ২য় টি-টোয়েন্টি। কোলকাতায় ২য় টি-টোয়েন্টি হবার কথা থাকলেও এখন হবে ১ম টি-টোয়েন্টি। দুই ম্যাচের সূচি আগের মতই থাকবে।
বাংলাদেশের ভারত সফরের সূচি-
১৯-২৩ সেপ্টেম্বর- ১ম টেস্ট, চেন্নাই
২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর- ২য় টেস্ট, কানপুর
৬ অক্টোবর- ১ম টি-টোয়েন্টি, গোয়ালিয়র
৯ অক্টোবর- ২য় টি-টোয়েন্টি, দিল্লি
১২ অক্টোবর- ৩য় টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ
ইংল্যান্ডের ভারত সফরের সূচি (২০২৫)-
২২ জানুয়ারি- ১ম টি-টোয়েন্টি, কোলকাতা
২৫ জানুয়ারি- ২য় টি-টোয়েন্টি, চেন্নাই
২৮ জানুয়ারি- ৩য় টি-টোয়েন্টি, রাজকোট
৩১ জানুয়ারি- ৪র্থ টি-টোয়েন্টি, পুনে
২ ফেব্রুয়ারি- ৫ম টি-টোয়েন্টি, মুম্বাই
৬ ফেব্রুয়ারি- ১ম ওয়ানডে, নাগপুর
৯ ফেব্রুয়ারি- ২য় ওয়ানডে, কোটাক
১২ ফেব্রুয়ারি- ৩য় ওয়ানডে, আহমেদাবাদ।