Image

দুই পরিবর্তন নিয়ে কানপুরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই পরিবর্তন নিয়ে কানপুরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে কানপুরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে কানপুরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হওয়া বাংলাদেশের সামনে সিরিজে সমতা আনার মিশন। তবে সব ছাপিয়ে কানপুরের গ্রিন পার্কে সাকিব আল হাসানের শেষ অ্যাওয়ে টেস্টের রোমাঞ্চ। 

কানপুরে রাতভর হয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়ের এক ঘন্টা বাদে হয়েছে টস। আকাশে মেঘের অবাধ বিচরণ দেখে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্তই নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

ভারত তাঁদের চেন্নাই টেস্টের একাদশেই ভরসা রেখেছে, আসেনি কোন পরিবর্তন। 

বাংলাদেশ অবশ্য নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে নেই তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাঁদের জায়গা নিয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। 

বাংলাদেশ একাদশ- 

সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ। 

ভারত একাদশ- 

যশস্বী জয়সওয়াল, রোশিত শর্মা (অধিনায়ক), ুবমান গিল, ভিরাট কোহলি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three