ভারতে যা শেখা যাবে, সেটাই সামনে এগিয়ে নিয়ে যাবে: পোথাস
 
                                ভারতে যা শেখা যাবে, সেটাই সামনে এগিয়ে নিয়ে যাবে: পোথাস
ভারতে যা শেখা যাবে, সেটাই সামনে এগিয়ে নিয়ে যাবে: পোথাস
চলতি ভারত সফরে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ ক্রিকেট দল। হারের পর ব্যর্থতার কারণ হিসাবে সংবাদসম্মেলনে এসে না না অযুহাত দিচ্ছেন খেলোয়াড়রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস।
হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস দুই দলের শারীরিক শক্তির ব্যবধানের কথা সামনে আনলেন। ভারত সফরের শিক্ষাটাও সামনে কাজে লাগবে জানিয়ে নিক পোথাস বলেন,
"ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কিনা, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে। কিংবদন্তি আছে কয়েকজন যারা তাদের বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। আমরা সবসময়ই জিততে চাই, দুনিয়ার যেকোনো খেলাতেই এটি সবাই করে থাকে। তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে। ভারতের মত জায়গায় এসে আপনি কী শিখবেন? যা শিখবেন সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কারণ ভারত আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় উন্নতি করতে হবে। ফলে সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যখন কিনা আপনি ভারতে আসছেন।"
প্রতি সিরিজেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার কথা বলে বাংলাদেশ।তবে কি সেই শিক্ষা থেকে পারফর্ম করার সময় এখনো আসেনি? এমন প্রশ্নের উত্তরে দলের ফিল্ডিং কোচ বলেন,
"এখানে আপনি মনে হয় দুইটা প্রশ্ন একসাথে করে ফেলেছেন। আপনি চাইলে বিশ্বের সেরা কারও সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা কোনো সমস্যা নয় আমাদের। এমনকি ভারতের সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বলেছিল সে অনেক কিছু শিখেছে, কীভাবে বোলারদের কীভাবে ব্যবহার করতে। সবসময় আপনাকে শিখতে হবে।"
ব্যর্থতা নিয়ে সমালোচনার মাঝেও বাংলাদেশের সাফল্যগুলো সাংবাদসম্মেলনে চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিলেন নিক পোথাস, "পারফরম্যান্সের কথা যদি বলেন, আমার মনে হয় আমরা দ্রুত ভুলে যাচ্ছি। পাকিস্তান থেকে মাত্রই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসলাম, যেটা আগে আমরা কখনওই করে দেখাতে পারিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে খেলেছে যেটা আগে ঘটেনি কখনও। নিউজিল্যান্ড সফর থেকে আমরা এসেছি সেখানে ১টি করে ম্যাচ জিতে এসেছি যেটাও আগে কখনও ঘটেনি। আমরা গতদিন কী ঘটেছে এবং আজকে কী ঘটেছে তা দেখার ব্যাপারে অনেক পারদর্শী কিন্তু গত ১২ মাসে কী ঘটেছে তা মনে করতে পারছি না। গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। এখানে কোনো ম্যাজিক বুলেট নেই। আমরা যা দেখতে পারছি তা হচ্ছে এখানে গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। ফলে সেটা মেনে নিন এবং কৃতিত্ব দিন যেখানে তার কমতি আছে।"

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        