সোহান, অংকনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৩৪৪

সোহান, অংকনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৩৪৪
সোহান, অংকনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৩৪৪
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দল। দ্বিতীয় ম্যাচেও অবশ্য কিউই অধিনায়কের টসে জয়, তবে এবার বাংলাদেশকে পাঠায় আগে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের ভাবনা বুমেরাং করে দিয়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইন। অধিনায়ক নুরুল হাসান সোহানের পর সেঞ্চুরি পেয়েছেন মাহিদুল ইসলাম অংকন।
দুই সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৪ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ 'এ' দল। ওপেনার পারভেজ ইমন ৮, নাঈম শেখ ৪০, এনামুল হক বিজয়ের ৩৯ রানের ইনিংসের পর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। মাহিদুল ইসলাম অংকন আর অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন সফরকারীদের বোলিং আক্রমণ। সোহানের ব্যাট থেকে আসে ১১২, মাহিদুল অংকন ইনিংস শেষের ২ বল আগে আউট হন ১০৫ করে।
এদিন বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে কেবল ১২ রানে। ক্রিস্টিয়ান ক্লার্কের শিকার হওয়ার আগে পারভেজ হোসেন ইমন করতে পারেন ৮ রান। এরপর বিজয়-নাইম জুটিতে যোগ হয় ৭৩ রান। তবে দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত ৩৯ রানের সময় রান আউটের ফাঁদে পড়েন এনামুল হক বিজয়।
দারুণ খেলতে থাকলেও মোহাম্মদ নাঈম শেখ ফিফটি অবদি যেতে পারেননি। ৬ বাউন্ডারিতে ৪০ রান করে আদি আশোকের বলে ক্যাচ তুলেন। এরপর মাহিদুল অংকন আর নুরুল হাসান সোহানের ব্যাটে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে নিউজিল্যান্ড 'এ'। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি ছুঁয়ে আরও আগ্রাসী হন সোহান।
ক্লার্কের আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেও লফটেড খেলার জন্য শট করেন। তবে বল আকাশে উড়িয়ে দেওয়া সোহানকে এবার বিদায় নিতে হয়। প্যাভিলিয়নে ফেরার আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ১১২ রানের ইনিংস, যা তিনি সাজান ৭ চার ও ৭ ছক্কায়। সোহান ফিরলে ভাঙে অংকনের সাথে গড়া ২২৫ রানের পার্টনারশিপ।
সোহানের পর ১০৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মাহিদুল ইসলাম অংকন। শেষদিকে অংকনও উইকেট হারান। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ।