Image

সাকিবকে টপকে বিপিএলে তাসকিন রেকর্ডের চূড়ায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে টপকে বিপিএলে তাসকিন রেকর্ডের চূড়ায়

সাকিবকে টপকে বিপিএলে তাসকিন রেকর্ডের চূড়ায়

সাকিবকে টপকে বিপিএলে তাসকিন রেকর্ডের চূড়ায়

এবার সাকিব আল হাসানের রেকর্ডে ভেঙে দিলেন তাসকিন আহমেদ। এতদিন বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে চলমান বিপিএলে এখন পর্যন্ত ২৪ উইকেট শিকার করে ফেলেছেন তাসকিন। 

সাকিব ২৩ উইকেট নিতে খেলেছেন ১৫ ম্যাচ অন্যদিকে মাত্র ১১ ম্যাচ খেলেই তাসকিন ছুঁয়ে ফেলেছে ২৪ উইকেট। বিপিএলে চলমান আসরে গ্রুপ পর্বের এখনো ১ ম্যাচ বাকি আছে দুর্বার রাজশাহীর। তাই এ কথা বলাই যায় তাসকিনের সামনে সহজ সুযোগ থাকছে আরো বেশি উইকেট নেয়ার।

রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে রাকিবুল হাসানের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। রংপুরের বিপক্ষে ২ টি উইকেট শিকার করেছেন তিনি। বিপিএলের প্রথম ম্যাচেই তিনি শিকার করেন ৩ উইকেট। আর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। পরের চার ম্যাচের দুটিতে তিনি দুটি করে উইকেট নেন। দুটি ম্যাচে থাকেন উইকেট শূন্য।  এরপর টানা চার ম্যাচে আবার ২ উইকেট করে নেন। 

বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আরো আছেন তারা হলেন, ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন কেভন কুপার। ২০১৯ বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নেন তাসকিন আহমেদ। পরে ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ২২ উইকেট নেন সাকিব। 

২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২২টি নেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৯ এ  ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন ২২ উইকেট নেন ১৫ ম্যাচে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

Details Bottom
Details ad One
Details Two
Details Three