Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআই-এর সম্মানসূচক সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা শাহ, ২০২৪ সালের ১ ডিসেম্বর এই মর্যাদাপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন।

বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদের জন্য আর প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর শাহ ছিলেন চেয়ারম্যানশিপের একমাত্র মনোনীত প্রার্থী।

নির্বাচনের পর শাহ ক্রিকেটের বিশ্বব্যাপী পরিসর এবং জনপ্রিয়তা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেন, বিশেষ করে লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে এর আসন্ন অন্তর্ভুক্তির সাথে—একটি মুহূর্ত যা তিনি মনে করেন খেলাটির বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় আমি বিনম্র বোধ করছি," শাহ উল্লেখ করেন।

"ক্রিকেটকে বিশ্বায়িত করার লক্ষ্যে আমি আইসিসি দল এবং আমাদের সদস্য দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের সহাবস্থানের ভারসাম্য বজায় রাখা, উন্নত প্রযুক্তি গ্রহণকে প্রচার করা এবং আমাদের বিশেষ ইভেন্টগুলিকে নতুন বৈশ্বিক বাজারে প্রবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য হল ক্রিকেটকে আগের চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্রিয় করে তোলা।"

তিনি আরও বলেন, "যদিও আমরা মূল্যবান শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করব, তবে ক্রিকেটের প্রতি ভালবাসাকে বিশ্বব্যাপী আরও উন্নত করতে নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবন গ্রহণ করাও জরুরি। ২০২৮ সালের এলএ অলিম্পিকে আমাদের খেলাটির অন্তর্ভুক্তি ক্রিকেটের বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত উপস্থাপন করছে এবং আমি নিশ্চিত যে এটি খেলাটিকে অভূতপূর্ব উপায়ে এগিয়ে নিয়ে যাবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three