Image

আইসিসির কোড ভেঙে এক বছরের জন্য নিষি'দ্ধ শ্রীলঙ্কার জয়াবিক্রমা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির কোড ভেঙে এক বছরের জন্য নিষি'দ্ধ শ্রীলঙ্কার জয়াবিক্রমা

আইসিসির কোড ভেঙে এক বছরের জন্য নিষি'দ্ধ শ্রীলঙ্কার জয়াবিক্রমা

আইসিসির কোড ভেঙে এক বছরের জন্য নিষি'দ্ধ শ্রীলঙ্কার জয়াবিক্রমা

জন্মদিনে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমা। আইসিসির দুর্নীতিবিরোধী একাধিক ধারা ভেঙে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিক্রমার শাস্তির বিষয়টি ঘোষণা করে আইসিসি। 

প্রাভিন জয়াবিক্রমার শাস্তি এক বছরের হলেও এর শেষ ৬ মাস থাকছে স্থগিত। প্রথম ৬ মাসে নতুন করে আইসিসির নীতিমালা বিরোধী কিছু না করলে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

জয়াবিক্রমার বিপক্ষে অনেক অভিযোগ প্রমানিত হওয়ায় এই শাস্তি পেলেন তিনি। যেমন, ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ে রাজি করানোর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানিয়ে মেসেজ গুলো ডিলেট করে দেন তিনি। 

জায়াবিক্রমাকে তার বন্ধু প্রস্তাব দেন,  জাতীয় দলে  একটি 'নো' বল করলেও অনেক আয় করা সম্ভব। এই প্রস্তাবেও রাজি হননি জায়াবিক্রমা। কিন্তু এই ঘটনাটিও আইসিসিকে জানাননি তিনি।

ফিক্সিংয়ের প্রস্তাব লুকানো ও তথ্যপ্রমান মুছে ফেলার দায়ে বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালার ২.৪.৭ অনুচ্ছেদ ভঙ্গ এবং তদন্তে তা প্রমাণিত হওয়ায় এই শাস্তি হয়েছে তার। 

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় প্রাভিন জয়াবিক্রমার। শ্রীলঙ্কার হয়ে ৫ টি করে ম্যাচ খেলেছেন সব ফরম্যাটে। সর্বশেষ খেলেছেন ২০২২ সালে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three