প্রাথমিক দলে একঝাঁক নতুন ক্রিকেটার, আছেন মাশরাফিও

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে প্রাথমিক দল দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। আছেন মাশরাফি বিন মর্তুজাও। বিশ্রামে থাকার কারণে প্রাথমিক দলে নেই ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশ
ছবিঃ ক্রিকেট৯৭

৩৫ জনের প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে কাল থেকে। প্রথমে মাশরাফির না থাকার কথা জানা গেলেও; মাশরাফি নিজেই কন্ডিশনিং ক্যাম্পে থাকার আগ্রহ দেখিয়েছেন। শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়েছে। মাশরাফি যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি খেলে না, এ কদিন অনুশীলনটাই শুধু করবেন।

বিজ্ঞপ্তিতে জানা যায় আগামী ১৯ আগস্ট সোমবার ক্রিকেটারদের রিপোর্টিং ও ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এ ক্যাম্প। চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।

দীর্ঘদিন পর ফেরার সুযোগ পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি।

519A0956

জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাইফ হাসান, নাঈম শেখ, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লবরা। বিপিএল মাতানো ইয়াসির আলী এবং ইয়াসিন আরাফাতও আছেন এই দলে।

কন্ডিশনিং ক্যাম্পের বাংলাদেশ প্রাথমিক দল:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ, আবু হায়দার, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম।

৯৭ প্রতিবেদক

Read Previous

শেষ পর্যন্ত রাসেল ডোমিঙ্গোই হলেন সাকিব-তামিমদের হেডমাস্টার

Read Next

নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গোর বেতন কত?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share