Image

শোয়েব বশিরের পরিবর্তে ইংল্যান্ড দলে লিয়াম ডসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 5 ঘন্টা আগে
শোয়েব বশিরের পরিবর্তে ইংল্যান্ড দলে লিয়াম ডসন

শোয়েব বশিরের পরিবর্তে ইংল্যান্ড দলে লিয়াম ডসন

শোয়েব বশিরের পরিবর্তে ইংল্যান্ড দলে লিয়াম ডসন

ইংল্যান্ডের অফস্পিনার শোয়েব বশির চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। বাঁহাতের আঙুল ভেঙে যাওয়ায় তাকে অস্ত্রোপচারের জন্য পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রবীন্দ্র জাদেজার একটি ক্যাচ নেওয়ার সময় আঘাত পান বশির। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান এবং সেই ইনিংসে আর ফিরে আসেননি।

তবে ব্যাট হাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নেমে ৯ বল খেলে ২ রান করেন বশির। পঞ্চম দিনের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকলেও ভারতের শেষ উইকেট নেওয়ার সময় আবার বোলিংয়ে আসেন এবং মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর এক জয় এনে দেন।

এই সিরিজে তিনটি টেস্টে ৫৪.১ গড়ে ১০টি উইকেট নিয়েছেন বশির। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের প্রধান স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণ, এমনকি তার কাউন্টি সতীর্থ জ্যাক লিচকেও পেছনে ফেলেছেন তিনি।

বশিরের অনুপস্থিতিতে দলে কাকে আনা হবে, সেটা এখনো স্পষ্ট নয়। জ্যাক লিচের পুনরায় ফেরার সম্ভাবনা থাকলেও, রেহান আহমেদ, লিয়াম ডসন এবং টম হার্টলিও বিবেচনায় রয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three