Image

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

ওয়ানডে র‌্যাংকিংয়ের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের অবনতি। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ। আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর পাকিস্তানেও ২-০'তে পিছিয়ে বাংলাদেশ। আর তাতেই বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেল আফগানিস্তান। 

শারজাহয় সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর লাহোরে পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে গেছে। ব্যাক টু ব্যাক সিরিজ পরাজয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান গিয়ে ঠেকল ১০ নম্বরে। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ১০, তবে টেস্ট বাংলাদেশ আছে ৯ নম্বরে।

৩০ মে তারিখে আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদের পর ৯ থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ। টানা ৪টি টি-টোয়েন্টিতে হারের পর লিটন দাসের দল রেটিং পয়েন্ট খুইয়েছে ৫টি। ফলে ২২৫ রেটিং থেকে কমে বাংলাদেশের এখন ২২০।

আগেই ২২৩ পয়েন্ট জমা করে রাখা আফগানিস্তান এই সুযোগে বাংলাদেশকে টপকে গেছে ৯ নম্বরে উঠে আসলো। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরের অবস্থান আয়ারল্যান্ডের।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত, তাদের রেটিং ২৭১। দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান আছে আগের মতোই ৮ম স্থানে, তবে তাদের রেটিং পয়েন্ট বেড়েছে, ২২৯।

পাকিস্তানের কাছে টানা দুই পরাজয়ের পর বাংলাদেশ এখন হোয়াইটওয়াশের শঙ্কায়। আগামীকাল রোববার লাহোরের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three