অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা

অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে নিজের শীর্ষ অবস্থান আরও সুদৃঢ় করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। অন্যদিকে, ভারতের উদীয়মান তারকা অভিষেক শর্মা টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে উঠে রচনা করলেন ইতিহাস। ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে অসাধারণ ১৫০ রানের ইনিংস খেলে রুট ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে, হয়েছেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পারফরম্যান্সে র্যাংকিংয়ে আরও এগিয়ে গেছেন তিনি। তাঁর সতীর্থ বেন ডাকেটও ৯৪ রানের ইনিংসের সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে, বর্তমানে তিনি দশম স্থানে।
ভারতের রিশাব পান্ট ইনজুরির মধ্যেও ম্যানচেস্টারে হাফসেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে টেস্ট ব্যাটার র্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তবে একই দলে থাকা যশস্বী জয়সওয়াল তিন ধাপ পিছিয়ে এখন অষ্টম।
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন। পাঁচ ধাপ এগিয়ে এখন তিনি ২৯তম। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আট ধাপ এগিয়ে এখন ৩৪তম এবং অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ে যদিও কোনো পরিবর্তন হয়নি। টেস্ট বোলারদের শীর্ষে এখনো ভারতের জাসপ্রিত বুমরাহ।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় খবর অভিষেক শর্মাকে ঘিরেই। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের শীর্ষ স্থান হারানোর পর নতুন টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন অভিষেক। ভারতের হয়ে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অবস্থানে পৌঁছেছেন তিনি, আগের দুজন ভিরাট কোহলি (২০১৪-২০১৭) ও সূর্যকুমার যাদব।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে অভিষেক আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় আসেন। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সে তিনি হেডকে হটিয়ে টি-টোয়েন্টিতে এক নম্বর হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, হেড গত এক বছর ধরে এই শীর্ষ অবস্থানে ছিলেন, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ না খেলায় তিনি দ্বিতীয় স্থানে নেমে গেছেন।
অস্ট্রেলিয়ার আরও কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত পারফরম্যান্সে র্যাংকিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন। জশ ইংলিস ছয় ধাপ এগিয়ে নবম, টিম ডেভিড ১২ ধাপ এগিয়ে ২৮তম, আর ক্যামেরন গ্রিন বিশাল ৬৪ ধাপ লাফিয়ে উঠে এখন ২৪তম স্থানে, তিনি পাঁচ ম্যাচে ২০৫ রান করে হয়েছেন সিরিজ সেরা।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায়ও অস্ট্রেলিয়ানদের দাপট। নাথান এলিস সাত ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে, শন অ্যাবট ২১ ধাপ লাফিয়ে উঠে ২৩তম। কিউই পেসার ম্যাট হেনরি ১০ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে।