Image

সাকিবের ব্যর্থতার দিনে হারলো দুবাই ক্যাপিটালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের ব্যর্থতার দিনে হারলো দুবাই ক্যাপিটালস

সাকিবের ব্যর্থতার দিনে হারলো দুবাই ক্যাপিটালস

সাকিবের ব্যর্থতার দিনে হারলো দুবাই ক্যাপিটালস

গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের দিনটা ভালো যায়নি, আর তার সঙ্গে জয়ের ধারাও থেমেছে দুবাই ক্যাপিটালসের। ব্যাট হাতে দ্রুত ফিরেছেন তিনি, ১০ বলে করতে পারেন কেবল ৭। এরপর বল হাতেও ছিলেন নিষ্প্রভ।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি তুলতে পারেনি দুবাই ক্যাপিটালস। সাকিব নামেন মিডল অর্ডারে, তবে আউট হয়ে যান মাত্র ৭ রানে।

জবাবে প্রতিপক্ষ দল হোবার্ট হ্যারিকেন্স নিয়ন্ত্রিত ব্যাটিং করে লক্ষ্যে পৌঁছে যায় সহজেই। সাকিব ৪ ওভার বল করে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। ৩৪ রান খরচের দিনে থাকেন উইকেটশূন্য। 

শেষ পর্যন্ত ম্যাচটি তারা হারে ৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটে। পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলেও চাপ বেড়েছে দুবাই ক্যাপিটালসের ওপর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three