Image

আইসিসি র‍্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি নাজমুল শান্তর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি র‍্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি নাজমুল শান্তর

আইসিসি র‍্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি নাজমুল শান্তর

আইসিসি র‍্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি নাজমুল শান্তর

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে। জোড়া সেঞ্চুরির মাধ্যমে ইতিহাস গড়া নাজমুল হোসেন শান্ত এক লাফে এগিয়েছেন ২১ ধাপ। আর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থানও বেড়েছে ১১ ধাপ।

শান্ত এখন অবস্থান করছেন ব্যাটারদের তালিকায় ২৯ নম্বরে। আর ২৮ নম্বরে উঠে এসেছেন মুশফিক। গলের দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও ১২৫ রান করা শান্ত হয়েছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি দ্বিতীয়বারের মতো এক টেস্টে করেছেন দুটি শতক। অধিনায়ক হিসেবে এমন অর্জন ক্রিকেট ইতিহাসেই খুব কমজনের।

মুশফিকের প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংসটি সেরা ব্যাটিং লিস্টে অনেকটাই এগিয়ে দিয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে করেন আরও ৪৯ রান। এ ম্যাচে ভালো খেলেছেন সাদমান ইসলামও। দ্বিতীয় ইনিংসে তার ৭৬ রানের ইনিংসটি তাঁকে টেস্ট ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৫৫তম স্থানে নিয়ে গেছে।

শুধু ব্যাটার নয়, উন্নতি এসেছে বাংলাদেশের বোলারদের মধ্যেও। অফস্পিনার নাঈম হাসান এই ম্যাচে প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪৮ নম্বরে। হাসান মাহমুদও এগিয়েছেন ৫ ধাপ। বর্তমানে তিনি আছেন যৌথভাবে ৫৪তম স্থানে, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের সঙ্গে।

অন্যদিকে, একই সময় ইংল্যান্ড-ভারতের হেডিংলি টেস্টের পারফরম্যান্সেও প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। ঐ ম্যাচে রিশাভ প্যান্ট দুর্দান্ত জোড়া শতক করে টেস্ট কিপার-ব্যাটসম্যানদের মধ্যে বিরল কীর্তি গড়েন। ১৩৪ ও ১১৮ রানের দুটি ইনিংস তাঁকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে এনেছে। বাংলাদেশের বিপক্ষে গলে ১৮৭ রানের ইনিংস খেলা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাও জায়গা করে নিয়েছেন সেরা ব্যাটারদের কাতারে।২১ ধাপ এগিয়ে এখন ৩১ নম্বরে তিনি।

বোলারদের তালিকায় ভারতের জাসপ্রিত বুমরাহ আগের মতোই শীর্ষে। আর অলরাউন্ডারদের বিভাগে সবার ওপরে আছেন রাবিন্দ্র জাদেজা। নতুন করে তালিকায় চমক দেখিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে।

এছাড়া ব্রাইডন কার্স, জশ টং এবং প্রাসিধ কৃষ্ণার মতো তরুণ পেসাররাও এবারের হালনাগাদ র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন হেডিংলি টেস্টের পারফরম্যান্সের সুবাদে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three