অধিনায়ক আগেই বলে দিয়েছিল, ‘১৪০ রানে যাও'

অধিনায়ক আগেই বলে দিয়েছিল, ‘১৪০ রানে যাও'
অধিনায়ক আগেই বলে দিয়েছিল, ‘১৪০ রানে যাও'
শেষদিকে এসে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়। জয়ের নায়ক জাকের আলী অনিক। মিরপুরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে এসে নানা বিষয়ে মুখ খোলেন এই ব্যাটার।
ম্যাচের আগে থেকেই পরিকল্পনা পরিষ্কার ছিল, জানালেন জাকের।
"মেন্টালি আমরা তৈরি ছিলাম কম রানে ম্যাচ হবে বলে। উইকেট এমনিতেই খুব হাই স্কোরিং হয় না। অধিনায়ক আগেই বলে দিয়েছিল, ‘১৪০ তে যাও’, আমরা ঠিক তার আশপাশেই গিয়েছিলাম।"
তাঁর মতে, এই উইকেটে ১৫৫-১৬০ রান সম্ভব ছিল, "তবে আমাদের গেমপ্ল্যান ছিল একটু কনজারভেটিভ। সেটা মানিয়েই খেলেছি।" জয়ের পেছনে কাজ করেছে ‘ম্যাচ উইনিং’ মানসিকতা। "আমি সবসময় ম্যাচ জেতানো ইনিংসকে গুরুত্ব দেই। ভালো খেলেও যদি দল না জেতে, সেটা আমি কাউন্ট করি না।"
ম্যাচে কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ, ফিল্ডিংয়েও দেখা গেছে ঘাটতি। সেই ভুল থেকেও শিক্ষা নিচ্ছে দল, বললেন জাকের, "ফিল্ডিং ভালো হয়নি, ভুল ছিল। চেষ্টা করব ভবিষ্যতে উন্নতি করতে। তবে পাকিস্তানও অনেক ভালো ব্যাট করেছে, ওদের কৃতিত্ব দিতেই হবে।"
ম্যাচের আগের দিন দেশের শোকাবহ পরিস্থিতি দলকেও ছুঁয়ে গেছে। জাকের বলেন, "গতকাল বুক ভারী করে কাটিয়েছি। এমন দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি, আহতরা দ্রুত সুস্থ হোক। আমরা চেষ্টা করেছি পেশাদার হিসেবে মাঠে নেমে সেরাটা দিতে।"
জাকের জানেন বয়সভিত্তিক দল থেকেই তিনি ৭ নাম্বারে খেলে আসছেন তাই বোলারদের সাথে ব্যাট করা তার অভ্যাস আছে। "আমার বয়সভিত্তিক দল থেকেই টেইলের সঙ্গে ব্যাট করার অভ্যাস। আমি বরাবরই চেষ্টা করি পার্টনারকে সেইভ করে খেলার।"
ম্যাচে মেহেদীর ইনিংসকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, "সে যখন মারতে শুরু করল, আমি শুধু সাপোর্ট দেয়ার কথা ভেবেছি। সে থাকলে হয়তো আরও ভালো খেলত।"
১৯ তম ওভারে রিশাদের বোলিং প্রসঙ্গে বলেন, "রিশাদ ভালো বল করেছে, আর সিদ্ধান্ত সবসময় ১০০% ঠিক হবে এমন না। পাটোয়ারীকে সেদিন বল না দেওয়ার পেছনে পরিকল্পনা ছিল।"