Image

নাইম শেখ চেষ্টা করেছে, ইনটেন্ট ছিল: মুশতাক আহমেদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 22 মিনিট আগে
নাইম শেখ চেষ্টা করেছে, ইনটেন্ট ছিল: মুশতাক আহমেদ

নাইম শেখ চেষ্টা করেছে, ইনটেন্ট ছিল: মুশতাক আহমেদ

নাইম শেখ চেষ্টা করেছে, ইনটেন্ট ছিল: মুশতাক আহমেদ

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হারের পর বেশ কিছু খোলামেলা মন্তব্য করেছেন। একদিকে যেমন প্রতিপক্ষের প্রশংসা করেছেন, তেমনি নিজ দলের দুর্বল দিকগুলো তুলে ধরেছেন। বিশ্বাস আর ইতিবাচকতার বার্তা দিয়েছেন তরুণদের প্রতি।

মুশতাক বললেন, "অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলেছে।" তবে আক্ষেপ ঝরেছে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। "আমরা ভালো শুরু করেছিলাম, সেখানেই ম্যাচ শেষ করে দেওয়া যেত। তবে পারিনি।"

৫১ বলে ৭৩ রান করে ম্যাচ সেরা হন কুশাল মেন্ডিস। মুশতাক মনে করেন, দলের কারও উচিত ছিল কুশাল মেন্ডিসের মতো ইনিংস খেলে দলকে টানার দায়িত্ব নেওয়া। "আমাদের মধ্যে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে। কাউকে তো মেন্ডিসের মত দায়িত্ব নিতে হবে।"

জাকের আলি ইনজুরিতে থাকায় কম্বিনেশন পাল্টাতে হয়েছে বলে জানান মুশতাক। তরুণ ওপেনার তামিম ও ইমনের প্রশংসা করে বলেন, "তারা এক্সাইটিং, তবে দ্রুত শিখতে হবে ৫০ করতে পারলে সেটা ১০০-তে নিতে হবে।"

এদিকে ওপেনার হয়েও ৪ এ খেলতে নেমে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ। তার এমন ব্যাটিংয়ে বাড়েনি দলের রানরেট। নাঈম শেখ প্রসঙ্গে তিনি বলেন, "সে চেষ্টা করেছে, ইনটেন্ট ছিল। তবে ওপেনার হয়ে চার নম্বরে ব্যাট করাটা তার জন্য কঠিন হয়ে পড়েছে।"

১৫৪ রানের ব্যাখ্যা হিসাবে মুশতাক স্পষ্ট জানান, "এই পিচে ১৭০-১৭৫ পার স্কোর। আমরা সেটা পাইনি। তবে ছেলেরা ইনটেন্ট দেখিয়েছে।" শামীমের উদাহরণ টেনে বলেন, "ক্রিজে গিয়েই রিভার্স সুইপে ছক্কা হাঁকালো ইনটেন্ট থাকতে হবে।"

মিরাজ-নাঈমের ধীরগতির ব্যাটিং ‘ক্রাইম’ নয় সমালোচনার জবাবে মুশতাক বললেন, "ক্রিকেট ইজ ক্রিকেট। ক্রাইম অনেক বড় শব্দ। তারা চেষ্টা করেছে, প্রতি বলে হিট করতে চেয়েছে।"

নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের না খেলার পেছনে যুক্তি তিনি বলেন, "কম্বিনেশনের ব্যাপার। ৭ নম্বরে ব্যাটিং অপশন দরকার ছিল। আমরা সব দিক বিবেচনায় সিদ্ধান্ত নিই।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three