এশিয়া কাপের গ্রুপ 'বি' তে বাংলাদেশ, ভারত-পাকিস্তান এক গ্রুপে
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 1 ঘন্টা আগে
এশিয়া কাপের গ্রুপ 'বি' তে বাংলাদেশ, ভারত-পাকিস্তান এক গ্রুপে
এশিয়া কাপের গ্রুপ 'বি' তে বাংলাদেশ, ভারত-পাকিস্তান এক গ্রুপে
এশিয়া কাপ ২০২৫ আসর শুরু ও শেষের তারিখের সাথে সূচিও ঘোষণা করা হয়েছে। এশিয়ার মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গ্রুপ 'বি'তে থাকা বাংলাদেশ খেলবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। দুবাই ও আবুধাবিকে ভেন্যু হিসেবে ধরা হয়েছে। এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
গ্রুপ 'বি'তে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে নিয়ে তৈরি করা হয়েছে গ্রুপ 'এ'।
এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে।