Image

বৃষ্টি শেষে খেলা শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টি শেষে খেলা শুরু

বৃষ্টি শেষে খেলা শুরু

বৃষ্টি শেষে খেলা শুরু

বৃষ্টি শেষে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোদ উঁকি দিয়েছে। অনেক আগেই উইকেটের কাভার সরানো হয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়েছেন বাংলাদেশ সময় ৪টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।

গলে আজ দিনের বাকি সময়ে আর বৃষ্টি না হলে কিংবা আলোকস্বল্পতা দেখা না দিলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) পর্যন্ত চলার কথা খেলা। ওভারের হিসাবে আরও ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা। অর্থাৎ আজ খেলা হবে মোট ৭২ ওভার। 

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩০.২ ওভারে ৪২০/৪। বৃষ্টি আসার আগ পর্যন্ত খেলা হয়েছে ৪০.২ ওভার। মুশফিকুর রহিম ১৫৯ ও লিটন দাস ৬১ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ২০৫ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three