অতীতের খাতা খুললেন না হারমানপ্রীত, জানালেন প্রস্তুতির কথা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অতীতের খাতা খুললেন না হারমানপ্রীত, জানালেন প্রস্তুতির কথা

অতীতের খাতা খুললেন না হারমানপ্রীত, জানালেন প্রস্তুতির কথা

অতীতের খাতা খুললেন না হারমানপ্রীত, জানালেন প্রস্তুতির কথা

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের নারীরা এখন সিলেটে অবস্থান করছে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন (আজ) সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর। এর আগে গত বছর বাংলাদেশে এসেছিল ভারত, সেসময় আম্পায়ারিং, ম্যাচ শেষের পরিস্থিতি নিয়ে নানারকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে ভারতীয় অধিনায়ককে যেতে হয়েছে শাস্তির মধ্যে দিয়েও। এবার অবশ্য সেই পুরোনো প্রসঙ্গে নেই হারমানপ্রীত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ভালো প্রস্তুতি নিশ্চিত করার হাতিয়ার হবে এই সিরিজ। আসন্ন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বিশেষভাবে বললে সিলেটের মাটিতে।

গণমাধ্যম থেকে পুরোনো প্রসঙ্গ তোলা হলে ভারতীয় অধিনায়ক জানান, “এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব।”

আগামীকাল প্রথম ম্যাচ দিয়ে উইকেট নিয়ে ধারণা পেয়ে যাবে ভারত, এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। তবে সবচেয়ে আত্মবিশ্বাস যেখানে কাজ করছে, সামনের বিশ্বকাপের জন্য মানিয়ে নিতে এবং প্রস্তুতি সম্পন্ন করতে এরচেয়ে ভালো সুযোগ হতে পারে না। ফলে এই সিরিজের পূর্ণ ফায়দা যে ভারত তুলতে চাইবে, এ ব্যাপারে কোনো দ্বিধা থাকার কথা নয়।

হারমানপ্রীত বলেন, “আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারও ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।”